টুকরো খবর
পরীক্ষায় বসতে না পেরে অনশন শুরু
পরীক্ষায় বসতে না পেরে কলেজের সভাপতির বাড়ির সামনে রিলে অনশন শুরু করেছে ফালাকাটা বি-এড কলেজের ছাত্র ছাত্রীরা। শনিবার সকাল ১০ টা থেকে কলেজের একশ জন পড়ুয়া রিলে অনশন-অবস্থান চালাচ্ছেন। পড়ুয়াদের অভিযোগ, গত ৫ আগস্ট থেকে বিএড পরীক্ষা শুরু হলেও কলেজের কোনও ছাত্র ছাত্রী পরীক্ষায় বসার সুযোগ পাননি। তাঁদের দাবি, পরীক্ষার আগে কলেজ সভাপতি বিজন পাল আদালতের মাধ্যমে তাদের পরীক্ষার ব্যবস্থা করাবেন বলে আশ্বাস দিলেও কোনও সুরাহা না হওয়ায় এদিন থেকে পড়ুয়ারা সুদ সমেত কলেজের ফি ফেরৎ চেয়ে অনশনে বসেছেন। বিশ্ববিদ্যালয়ের থেকে কেন্দ্রীয় স্তরে বিভিন্ন বিএড কলেজে ভর্তির ব্যবস্থা করা হলেও, গত ২০১২-১৩ শিক্ষা বষের্র্ ফালাকাটা বিএড কলেজে কোনও ছাত্র-ছাত্রীকে ভর্তির জন্য পাঠায়নি। পরবর্তীতে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ফালাকটা বিএড কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দেন বলে জানা গিয়েছে। কলেজের সভাপতি বিজন পালের কথায়, “আমি এখন কলকাতায় রয়েছি। গত শুক্রবার হাইকোর্টে শুনানির দিন ছিল। তবে ওই দিন শুনানি হয়নি। এভাবে বাড়ির সামনে ধর্নায় বসার ঘটনা মানা যায় না। আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছি। পরীক্ষার ব্যবস্থা না হলে টাকা ফেরত দেওয়া হবে।”

মালদহে জল কমছে গঙ্গায়
শনিবার সকাল থেকে জল কমতে শুরু করেছে গঙ্গার। গত ২৪ ঘণ্টায় গঙ্গার জলস্তর ১০ সেন্টিমিটার কমেছে বলে সেচ দফতর জানিয়েছে। জল কমলেও এখনও নদীর জলস্তর বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। মালদহে গঙ্গায় লাল সতর্কতাও জারি রয়েছে। জেলার মানিকচক, কলিয়াচক ৩ নম্বর ব্লকের বিস্তীর্ন এলাকা এখনও জলমগ্ন। জেলার প্রায় ৫০ হাজার মানুষ জলবন্দি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সেচ দফতরেরে নিবার্হী বাস্তুকার অমরেশ কুমার সিংহ বলেন, “এখন গঙ্গার জল কমলেও ফের কয়েকদিন পর থেকে জল বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে সেচ দফতর প্রস্তুত রয়েছে।” রাজ্যের পযর্টন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “জেলার পাঁচটি ব্লকের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা কবলিত সমস্ত এলাকায় ত্রাণ পৌঁছে গিয়েছে। সুসংহত ভাবে ত্রাণ বিলি হয়েছে।” যদিও, ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ তুলে জেলা কংগ্রেস সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী বলেন, “জেলায় ৫০ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর জেলা প্রশাসন মাত্র ৯ হাজার পলিথিন বিলি করেছে। বেছে বেছে রাজ্যের মন্ত্রীদের এলাকাতেই বেশি ত্রাণ বিলি হচ্ছে। যাঁরা জলবন্দি, তাঁদের রাজনৈতিক পরিচয় খোঁজা উচিৎ নয়।”

‘গণধর্ষণ’, গ্রেফতার দুই
গণধর্ষণের অভিযোগে এক নাবালক-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়ার লালুগছ এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতরা ওই এলাকারই বাসিন্দা। তাদের শনিবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে মহকুমার অতিরিক্ত মুখ্য ও দায়রা আদালতের বিচারক নিলাঞ্জনা ঘোষ ধৃত জাহিরকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃত নাবালককে হোমে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানায়, উত্তর দিনাজপুরের লালুগছের বাসিন্দা ওই তরুণী চা বাগানে শ্রমিকের কাজ করতেন। শুক্রবার বিকেল নাগাদ ওই তরুণী চা বাগানে কাঠ কুড়োতে যান। সে সময়ে অভিযু্ক্ত ২ জন তার পিছু নেয়। পরে তাকে চা বাগানের মাঝে নিয়ে গিয়ে তারা ধর্ষণ করে বলে অভিযোগ। রাতে ওই তরুণী চোপড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দু’জনকে গ্রেফতার করে। ওই তরুণীকে ডাক্তরি পরীক্ষার জন্য দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

দিনেদুপুরে চুরি
চুরির তদন্তে পুলিশি গাফিলতির অভিযোগ তুললেন এক বাসিন্দা। বৃহস্পিতার শিলিগুড়ির শিবমন্দিরের ইন্দিরাপল্লির ঘটনা। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে নিজের কাজে ১ ঘণ্টার জন্য বাইরে গিয়েছিলেন সজলকুমার গুহ। বাড়িতে দোতলায় ছিলেন তাঁর স্ত্রী। এক ঘণ্টা পরে ফিরে এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। পরে ঘরে ঢুকে তিনি দেখেন, আলমারি খোলা। সেখান থেকে তাঁর স্ত্রীর ৭টি সোনার কানের দুল এবং ২২ হাজার টাকা নগদ গায়েব। তাঁর অভিযোগ, “রাতেই বিষয়টি নিয়ে মাটিগাড়া থানায় অভিযোগ হলেও পুলিশ ঢিলেমি করছে।” শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন বলেন, “সঠিক পথেই ওই চুরির তদন্ত চলছে।”

৩০শে কেপিপি’র জমায়েত, মিছিল
পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে ৩০ অগস্ট জেলাশাসকের দফতরে জমায়েত ও গণস্মারকলিপি প্রদান কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করতে চলেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি পাঠানো হবে বলে জানা গিয়েছে। কোচবিহারে জুড়ে মিছিল করা হবে বলেও জানানো হয়েছে।

উদ্ধার কনস্টেবল
হলদিবাড়িগামী প্যাসেঞ্জার ট্রেন থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হলেন কনস্টেবলকে। শুক্রবার রাতে ট্রেনটি কাশিয়াবাড়িতে দাঁড়ালে ওই ব্যক্তিকে উদ্ধার করে হলদিবাড়ি হাসপাতালে ভর্তি করান স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানায়, ওই ব্যক্তি উমং ছেত্রী কালচিনি থানায় ছিলেন। বাড়ি দার্জিলিঙের সুকিয়াপোখরিতে।

স্কুল খুলতে আর্জি
পাহাড়ের স্কুলগুলি খোলার ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাবে টিএমসিপি। শনিবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ ছাত্র যুব কনভেনশনে যোগ দিয়ে এ কথা জানান সংগঠনের রাজ্য সভাপতি শঙ্কুদেব পাণ্ডা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.