শিলিগুড়ি এবং লাগোয়া এলাকায় ডেঙ্গির সংক্রমণ বাড়ছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে ৬ জন এবং শিলিগুড়ি হাসপাতালে ২ জন ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। মেডিক্যাল কলেজ হাসপাতালে যাঁরা ভর্তি রয়েছেন তাঁদের সকলেরই এনএস-১ পরীক্ষায় রোগ সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছি। শিলিগুড়ি হাসপাতালে ২ জন সন্দেহভাজন ভর্তি রয়েছেন। এ দিন শিলিগুড়ি হাসপাতালে যান বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে তিনিও খোঁজ নেন। শিলিগুড়ি হাসপাতালে যাঁরা ভর্তি রয়েছেন তাদের একজনের বাড়ি মথুরা। তিনি একটি পরিবহণ সংস্থায় কাজ করেন। অপর জন সমস্তিপুরের বাসিন্দা।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গি আক্রান্ত যাঁরা ভর্তি রয়েছেন তাদের মধ্যে ১ জন চম্পাসারির এবং ১ জন শালুগাড়ার বাসিন্দা। তাঁরা নার্সিংহোম থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। মাটিগাড়ার গোয়াল জোতের এক বাসিন্দাও রয়েছেন। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ডেমডেমা বস্তর ৩ জন ভর্তি রয়েছেন।
অন্য দিকে, নিজের বসবাসের জায়গা পুরসভাকে স্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য দান করলেও অসুস্থ বৃদ্ধা আশালতা মণ্ডলের জন্য পুর কর্তৃপক্ষ এখনও কোনও ব্যবস্থা নেননি। শনিবার শিলিগুড়ি হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ খবর করেন বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। এ দিন হাসপাতাল থেকে তাঁকে বাড়িতে নিয়ে যান ওয়ার্ড কাউন্সিলর স্বপন দাস। ওয়ার্ডের কয়েকজন বাসিন্দাকে নিয়ে একটি কমিটি তৈরি করে ওই বৃদ্ধার দেখভালের বিষয়টি নজরদারি করার ব্যবস্থাও করেছেন স্বপনবাবু। বিধায়ক রুদ্রবাবু জানান, ঘোষ পুকুরে মাদার টেরিজার ‘মিশনারিজ অব চ্যারিটি’র উদ্যোগে গড়ে ওঠা একটি কেন্দ্র রয়েছে। সেখানে বৃদ্ধবৃদ্ধাদের দেখ ভাল করা হয়। বাসিন্দারা চাইলে সেখানেও বৃদ্ধাকে রাখা যেতে পারে। এ ব্যাপারে তিনি কাউন্সিলরের সঙ্গে কথা বলবেন। |