খেলা
ছকভাঙা পথে হেঁটেই চ্যাম্পিয়ন এমএসডি
গৌতম ভট্টাচার্য, বার্মিংহ্যাম:
পৃথিবীর বিভিন্ন প্রান্তে পেলাম ওঁদের সোমবার দুপুরে। প্রথম জন গ্রেগ চ্যাপেল, মেলবোর্নে। মদন লাল দিল্লিতে। আর দিলীপ বেঙ্গসরকর সবে লন্ডনের হোটেলে চেক ইন করেছেন। তিন বিভিন্ন টাইম জোনে থাকা তিনের বক্তব্যের ঘড়ির কাঁটা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে। সেই কাঁটার নাম মহেন্দ্র সিংহ ধোনি! জীবিত, মৃত, আমার সময়ে, তার আগে, নিজে কোচিং করাবার সময় যত ভারত অধিনায়ক দেখেছি। ধোনিই সর্বোত্তম— গ্রেগ চ্যাপেল।
এজবাস্টন থেকে লর্ডস, নবীন-প্রবীণের
বন্ধনীতে দেশজ গৌরবের পরম্পরা
গৌতম ভট্টাচার্য, লন্ডন:
চলো জওয়ানো লড়কে দিখায়েঙ্গে—কপিল দেব ১৯৮৩ লর্ডস ইনিংস বিরতি। কেউ প্যাভিলিয়নের ডান দিকে ভুলেও তাকাবে না। যেখান থেকে বৃষ্টির মেঘগুলো আসে। ঈশ্বর বৃষ্টি পাঠিয়ে তোমাদের রক্ষা করবেন না। তোমরা বিশ্বকাপ জয়ী, নিজেরা নিজেদের রক্ষা করো। মহেন্দ্র সিংহ ধোনি ২০১৩ এজবাস্টন ইনিংস বিরতি। মাত্র ১৮৩ রান করে হীনমন্যতায় ভুগতে শুরু করা টিমকে তার অধিনায়কের উদ্দীপ্ত করার ধরন আজও ভারতীয় ক্রিকেটমহলে প্রবাদসদৃশ হয়ে রয়েছে।
চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হয়ে ধোনিদের সারা রাত পার্টি
নিজস্ব প্রতিবেদন:
চ্যাম্পিয়নদের মেজাজ বোধহয় এরকমই হয়। এজবাস্টনের মহা লড়াইয়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিতে মরিয়া মুখগুলো ম্যাচের পরে যে ভাবে উৎসবে মেতেছিল হোটেলে ফিরে সেই মেজাজ অন্য মাত্রা পেয়ে যায়। বিশ্বকাপ জয়ের দু’বছর পর টিম ইন্ডিয়ার অধরা বিশ্ব খেতাব জয়ের উৎসব চলল সোমবার ভোর পর্যন্ত। তবে মাঠের ভিতরের ‘ক্যাপ্টেন’ কিন্তু এই উৎসবের নেতৃত্বে ছিলেন না। আগাগোড়া পার্টিতে রোহিত শর্মা, শিখর ধবনদের সামনে থেকে নেতৃত্ব দেন বিরাট কোহলি।
নাদাল আসলে চোট নিয়ে খেলে হারল
কোর্টে নামার আগেই
মাশার কাছে
আত্মসমর্পণ সেরেনার
অ্যাসেজের
আগে বরখাস্ত
আর্থার
আলবা-ঘরানায়
এত আক্রমণ
অভাবের সঙ্গে
লড়েই সোনার মেয়ে
রূপসী
টুকরো খবর
উইম্বলডনের রক্ষী। এই বাজ পাখিরাই কোর্ট থেকে তাড়িয়ে দেয় অন্য পাখিদের। ছবি: রয়টার্স
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.