টুকরো খবর
জন্মদিনে আয়করের ফাঁসমুক্ত মেসি
স্বপ্নের নায়কের জন্মদিনেই মেসি ভক্তদের জন্য সুখবর। অবশেষে কর ফাঁকি বিতর্কের জাল কেটে বেরিয়ে এলেন আর্জেন্তিনীয় সুপারস্টার লিওনেল মেসি। তবে এর জন্য তাঁকে প্রযোজ্য কর ছাড়াও গুনতে হল এক কোটি ইউরো। এমনই দাবি বার্সেলোনার জনপ্রিয় সংবাদপত্র লা ভানগার্দিয়ার। বার্সা তারকার জন্মদিনের সকালেই জানা গিয়েছে, দিন কয়েক আগেই মেসি স্পেনের শুল্ক দফতরে যাবতীয় আয়কর মিটিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই স্পেনের আয়কর দফতর জানিয়েছিল ৪১ লক্ষ ইউরো আয়কর বাবদ বাকি রয়েছে মেসির।

জন্মদিনে রাজপুত্র। দুই ভাইয়ের সঙ্গে
কেক কাটার ছবি ফেসবুকে পোস্ট করেছেন মেসি নিজেই।

দক্ষিণ কলকাতায় মেসি পুজোয় ব্যস্ত
খুদে ভক্তরা। সোমবার। ছবি:উৎপল সরকার
যা না দিলে হাজতবাসও করতে হতে পারে। যদিও মেসি এবং তাঁর বাবা জর্জ দু’জনেই জানিয়েছেন, কোনওদিন আয়কর ফাঁকি দেননি তাঁরা। আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে গোটা স্পেনে মেসিই প্রথম অভিযুক্ত ক্রীড়াবিদ নয়। এর আগে প্রাক্তন পর্তুগাল অধিনায়ক লুই ফিগো এবং স্প্যানিশ টেনিস তারকা আরান্থা স্যাঞ্চেজ ভিকারিও একই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

ওডাফার সঙ্গী হতে পারেন গাম্বিয়ার আজিজ
সামনের মরসুমে ওডাফা ওকোলির সঙ্গী হতে পারেন গাম্বিয়ার জাতীয় দলের স্ট্রাইকার আজিজ কোর নিয়াং। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও মোহনবাগান কর্তাদের কাছে চতুর্থ বিদেশির যে জীবনপঞ্জী জমা পড়েছে তার মধ্যে আজিজ-ই এখনও পর্যন্ত এগিয়ে আছেন। ইউরোপের অন্যতম বৃহত্তম ক্লাব সুইডেনের আই এফ ব্রমাপাকার্না দলে খেলেন বছর আঠাশের এই স্ট্রাইকার। গাম্বিয়া ছাড়াও সুইডেনের নাগরিকত্ব আছে তাঁর। করিম বেঞ্চারিফা গত দু’দিন কলকাতায় ছিলেন। ক্লাব সূত্রের খবর, বাবার মৃত্যু সংবাদ পেয়ে সোমবার মরক্কো ফিরে যাওয়ার আগে চার-পাঁচ জন বিদেশি নিয়ে সচিব অঞ্জন মিত্রের সঙ্গে আলোচনা করেছেন তিনি। দু’জনেরই প্রথম পছন্দ ছিল লাইবেরিয়ার জাতীয় দলের স্ট্রাইকার এডওয়ার্ড জুনিয়র উইলসন। যিনি এখন ইন্দোনেশিয়ার সিমেন পাডাংয়ে খেলেন। কিন্তু তাঁকে নিতে গেলে ফ্ল্যাট-গাড়ি-সহ খরচ হবে প্রায় এক কোটি সত্তর লাখ টাকা। তাই পিছিয়ে এসে এখন গাম্বিয়ার আজিজকেই চূড়ান্ত করার কথা ভাবছেন বাগান কর্তারা। অঞ্জনবাবু সোমবার অবশ্য বললেন, “টাকাই বড় ফ্যাক্টর। কর্মসমিতির সদস্যরা এক কোটি টাকা তুলে দেবেন বলেছেন। সেই টাকা এখনও পুরো পাইনি। চতুর্থ বিদেশি নির্বাচনের আগে দেখে নিতে হবে তাকে মরসুম শেষে পুরো টাকা দিতে পারব কী না।” জানা গিয়েছে, আফ্রিকাজাত আজিজের যে জীবনপঞ্জী কর্তাদের কাছে এসেছে তা দেখে খুশি বাগান কর্তারা।

শ্রীসন্তের সংশয়
তিহাড় জেলে দু’সপ্তাহ কাটানোর অভিজ্ঞতা ভুলে এখনও স্বাভাবিক হতে পারছেন না শ্রীসন্ত। কেরলের পেসার নাকি এখন নিজের বাড়ি থেকে বাইরে যেতেও ভয় পাচ্ছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান রবি সাওয়ানির সঙ্গে সোমবার তিন ঘণ্টা বৈঠকের পর এমনটাই জানাচ্ছেন স্পট ফিক্সিং কাণ্ডে অন্যতম অভিযুক্ত শ্রীসন্ত। যদিও সোমবারের বৈঠককে ‘পুলিশি জেরার থেকে অনেক ভাল’ বলার পাশপাশি সাওয়ানির ‘বাবা বা বড় ভাইয়ের মতো’ ব্যবহারে কিছুটা হলেও আশ্বস্ত লেগেছে তাঁকে। তবে ক্রিকেট মাঠে আবার ফিরতে পারবেন কি না এ ব্যাপারে সংশয় এখনও কাটছে না শ্রীসন্তের।

ভাজ্জির অনুদান
উত্তরাখণ্ডের বন্যা দুর্গতদের দশ লক্ষ টাকা সাহায্য করছেন হরভজন সিংহ। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সিরিজ সেরার পুরস্কার বন্যা দুর্গতদের উৎসর্গ করেছিলেন শিখর ধবন। কিন্তু হরভজনই প্রথম ক্রিকেটার যিনি এ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। পরিবার এবং বন্ধু-বান্ধবের সঙ্গে হরভজন নিজেও বন্যায় আটকে পড়েছিলেন। ভারতীয় সেনাবাহিনী উদ্ধার করে তাদের।

জাডেজা তৃতীয়
এজবাস্টনে ধোনিদের জয় আইসিসি-র একদিনের দলের র‌্যাঙ্কিংয়ে ভারতের এক নম্বর স্থান মজবুত করল। পাশাপাশি একদিনের দলের বোলার এবং অল রাউন্ডারদের তালিকায় কেরিয়ার সেরা তৃতীয় স্থানে উঠে এলেন রবীন্দ্র জাডেজা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১১৯ পয়েন্ট নিয়ে শুরু করে এখন ১২৩ র‌্যাঙ্কিং পয়েন্ট ভারতের। অশ্বিন ছ’ধাপ এগিয়ে নবম। শীর্ষে সুনীল নারিন। ব্যাটসম্যানদের তালিকায় বিরাট তৃতীয় স্থানেই রয়েছেন। শিখর ধবন ২১ ধাপ এগিয়ে ২৯-এ। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকার ডে’ভিলিয়ার্স।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.