ম্যাচটা টিভিতে দেখতে বসে একটাই প্রশ্ন মাথায় ঘুরছিল, কনফেড কাপ সেমিফাইনালের টিকিট কাটা হয়ে গিয়েছে বলে কি বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচটাকে গুরুত্ব দেবে না? কিন্তু তিন মিনিটেই ইনিয়েস্তা-পেদ্রোর সঙ্গে ওয়াল খেলে আলবার গোলের পরে উত্তর পেয়ে গেলাম, রবিবার রাতেও টোটাল ফুটবলের সাক্ষী থাকব।
আগের থেকে ফুটবল এখন অনেক বেশি আক্রমণাত্মক হচ্ছে। আলবা, লামের ঘরানার ফুটবলাররা ‘উইং ব্যাক’ ধারণার জন্ম দিয়েছে। যার ফলে এখন সব বড় ম্যানেজারই ৪-২-৩-১ খেলিয়ে লেফট বা রাইট ব্যাককে খুল্লামখুল্লা আক্রমণের টোটকা দেন। জাভি-ইনিয়েস্তা জুটি শুরু থেকে খেললে স্পেনকে আরও শক্তিশালী দেখায়। নাইজিরিয়া ম্যাচে সারাক্ষণ মাঝমাঠকে নেতৃত্ব দিল ওই জুটি। জাভি-ইনিয়েস্তার পরিচিত যুগলবন্দি দেখা ছাড়াও আমি খুব খুশি আলবার খেলা দেখে। লেফট ব্যাকে খেললেও মুহুর্মুহু ওভারল্যাপে গিয়ে আক্রমণে সোলদাদোকে অনবরত সাহায্য করছিল আলবা। তখন আলবা যেন উইঙ্গার। শেষের দিকে খাঁটি স্ট্রাইকারের মতোই অনুমানক্ষমতা দেখিয়ে নিজের দ্বিতীয় গোলটা করল ও। |
গোলের পর। আলবা দেখাচ্ছেন তাঁর ঈশ্বরকে। ছবি: এএফপি |
স্পেনের খেলা দেখে আমি যতটা মুগ্ধ, নাইজিরিয়ার খেলা দেখে ততটাই হতাশ। অনেক ভাল-ভাল আফ্রিকান ফুটবলার অন্য দেশের নাগরিকত্ব নিচ্ছে। ফলে আফ্রিকার দেশগুলো দুর্বল হয়ে পড়ছে। তাহিতি ম্যাচ ছাড়া বড় দলগুলোর সঙ্গে বিশেষ কিছু করতে পারল না মিকেল-মুসারা। যদিও নাইজিরিয়া গোলকিপার এনইয়ামা-র প্রশংসা করতেই হবে। ওর জন্যই গত রাতে লজ্জাজনক হারের থেকে বাঁচল নাইজিরিয়া। দু’টো সেমিফাইনাল দাঁড়িয়ে গেল, দুই লাতিন আমেরিকান আর দুই ইউরোপিয়ান দৈত্যের লড়াই। তার মধ্যে স্পেন-ইতালি ম্যাচ দেখতে মুখিয়ে থাকছি। ইন্টারনেটে দেখলাম, স্পেনের বিরুদ্ধে চোটের জন্য বালোতেলি নাকি খেলবে না। ওর না থাকাটা ইতালির স্ট্রাইকিং শক্তিকে অর্ধেক করে দেবে। তবে স্পেনের ডিফেন্সও আগের মতো দেখাচ্ছে না। উইংব্যাকরা ওভারল্যাপে গেলে পিকে-র্যামোস ঠিকঠাক কভার দিতে পারছে না। বিশ্বচ্যাম্পিয়নরা কী ভাবে এই সমস্যার সমাধান করে দেখতে আগ্রহী থাকলাম।
|
রেকর্ড সুয়ারেজের
নিজস্ব প্রতিবেদন |
রবিবার রাতে তাহিতিকে ৮-০ হারিয়ে কনফেড কাপের সেমিফাইনালে চলে গেল উরুগুয়ে। ম্যাচের শেষ কয়েক মিনিটে নেমেই জোড়া গোল করে দিয়েগো ফোরলানের ৩৫ গোলের রেকর্ড টপকে ফের উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় প্রথমে চলে এলেন সুয়ারেজ। প্যালেরমোর স্ট্রাইকার আবেল হার্নান্দেজের হ্যাটট্রিক-সহ চার গোলের সৌজন্যে প্রথমার্ধের শেষে উরুগুয়ে ৪-০ এগোয়। পেরেজ ও লোদেরোর গোলে ম্যাচ শেষ হয় ৮-০।
|
কনফেড সেমিফাইনাল
ব্রাজিল বনাম উরুগুয়ে (বুধবার, রাত ১২-৩০টা)
স্পেন বনাম ইতালি (বৃহস্পতিবার, রাত ১২-৩০টা) |
|