উত্তরবঙ্গ |
পরপর সংঘর্ষ কোচবিহারে,
সর্বদল বৈঠকের ভাবনা |
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: পঞ্চায়েত নির্বাচনের আগে পরপর রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উদ্বিগ্ন জেলা প্রশাসন কোচবিহারে সর্বদল বৈঠক ডাকার ভাবনা শুরু করেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি হলে বিধি মেনে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক ডাকতে হবে। সেখানেই জেলার রাজনৈতিক সংঘর্ষ বন্ধের বিষয়টি আলোচ্যসূচিতে যুক্ত করা হতে পারে। |
|
বাজ পড়ে বাড়িতে আগুন, মৃত ৪ |
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: বাজ পড়ে টেলিভিশন সেট ফেটে ঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুই শিশু-সহ এক মহিলার। সোমবার সকালে গঙ্গারামপুর থানার বেলবাড়ি পঞ্চায়েতের পীরপাল এলাকায় ঘটনাটি ঘটে। গঙ্গারামপুর থেকে দু’টি দমকলের ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। |
|
|
টুকরো খবর |
|
অভিযোগ নিয়ে |
|
শ্যামল সেন কমিশনের শিলিগুড়ির অফিসে অভিযোগের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গিয়েছে। সোমবার ৫০৩৩ টি
অভিযোগ জমা পড়েছে। আজ, মঙ্গলবার থেকে কমিশনে জেলা ধরে ধরে আলাদা করে কাউন্টার খুলবে। বর্তমানে
কমিশনে আটটি কাউন্টার রয়েছে। সব কাউন্টারে যে কোনও এজেন্ট বা আমানতকারী অভিযোগ জমা দিতে
পারেন। কিন্তু প্রতিদিনই অনেককে ঘুরে যেতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। —নিজস্ব চিত্র। |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
পাক চর সন্দেহে
সেনাকর্মী গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্টদের গুরুত্বপূর্ণ নথিপত্র সরবরাহের অভিযোগে সেনাবাহিনীর এক অফিসকর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মণিকুমার বিশ্বকর্মা। রবিবার নকশালবাড়ি থেকে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার মণিকুমারকে গ্রেফতার করা হয়েছে। তিনি সেনাবাহিনীর ৩৩ কোরের সুকনার দফতরের কর্মচারী। |
|
অভিযুক্তদের আড়াল করতে সক্রিয় পুলিশ, সন্দেহ
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: প্রায় ৫০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগে মামলা দায়েরের
চার দিন পরেও অভিযুক্তদের একজনও গ্রেফতার হননি। যদিও পুলিশের তরফে নথিপত্র
বাজেয়াপ্ত ও কয়েকটি প্রকল্প এলাকার ছবি তোলানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
কিন্তু, পুলিশের একাংশ এসজেডিএ-এর একজন প্রাক্তন পদস্থ অফিসারকে
আড়াল করতে সক্রিয় হয়ে উঠেছে বলে সংস্থার অনেকেরই সন্দেহ।
|
|
ক্ষুদ্র সঞ্চয় সংস্থা খুলে
টাকা তোলার অভিযোগ |
জলস্তর নেমে
সঙ্কটের আশঙ্কা |
|
দুই শহরেই নেই কোনও সরকারি হোম, ক্ষোভ |
|
টুকরো খবর |
|
কর্মবিরতি |
|
নিয়মিত বেতন, রেশনের ব্যবস্থা করার দাবিতে সোমবার কর্মবিরতি পালন করলেন ডুয়ার্সের সোনালি চা বাগানের
শ্রমিকরা। বাগানের অফিসের সামনে তাঁরা বিক্ষোভও দেখান। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা সমস্যা
সমাধানের আর্জি জানিয়ে লাভ হয়নি। বাগানে সহকারী ম্যানেজার সাগর খেরকা জানান, শ্রমিকদের বেতন
দ্রুত মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অন্য সমস্যাগুলিও মেটানো হবে। —নিজস্ব চিত্র। |
|
|