বাজ পড়ে টেলিভিশন সেট ফেটে ঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুই শিশু-সহ এক মহিলার। সোমবার সকালে গঙ্গারামপুর থানার বেলবাড়ি পঞ্চায়েতের পীরপাল এলাকায় ঘটনাটি ঘটে। গঙ্গারামপুর থেকে দু’টি দমকলের ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুদের বাঁচাতে গিয়ে তাদের জেঠিমা অগ্নিদগ্ধ হন। বালুরঘাট হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত দুই ভাইবোনের নাম অমি রায় (৮ মাস) ও অনামিকা রায় (৩) ও তাদের জেঠিমা’র নাম সাধনা রায় (৩০)। মৃত শিশুদের বাবা সঞ্জিত রায় ও মা মুক্তিদেবী-সহ জেঠু রঞ্জিত রায় ঘটনার সময় মাঠে ছিলেন। শিশুদের নিয়ে বাড়িতে ছিলেন সাধনাদেবী। |
শোকার্ত পরিজনেরা। —নিজস্ব চিত্র। |
দুর্ঘটনার খবর পেয়ে মাঠ থেকে বাড়িতে এসে শোকে দিশেহারা হয়ে পড়েন মৃত শিশু দুটির বাবা ও মা। অজ্ঞান হয়ে যান মুক্তিদেবী। স্থানীয় সূত্রে খবর, সঞ্জিতবাবু প্রতিদিন দাদার বাড়িতে ছেলেমেয়ে রেখে মাঠে যান। নিঃসন্তান সাধনাদেবী কাছে শিশু দুটি থাকত। এ দিন সকাল ৮টা নাগাদ দু’টি শিশু নিয়ে সাধনাদেবী টিভি দেখছিলেন। সে সময় বাজ পড়লে শটসার্কিট থেকে টিভিটি আওয়াজ করে ফেটে গিয়ে ঘরের কাঠের সিলিং এবং জামাকাপড়ে আগুন ধরে যায়। বাঁশের বেড়ার ঘরের জন্য দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ৮ মাসের অমি। অগ্নিদগ্ধ অনামিকা ও সাধনাকে উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় অনামিকার। বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া সেখানে হলে সাধনা দেবী মারা যান। |