জওয়ান-জনতা সংঘর্ষ, জখম ৮
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
গাঁজা পাচারের অভিযোগে বিএসএফ ও গ্রামবাসীদের সংঘর্ষে দিনহাটার চৌধুরীহাট সীমান্তে উত্তেজনা ছড়াল। সোমবার খিতাবেরকুঠি এলাকায়। উভয় পক্ষের ৮ জন জখম হয়েছেন। জখমদের মধ্যে এক শিশু সহ ৫ জন মহিলা। তাঁদের বামনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়। বিএসএফের এক জওয়ান ওই ঘটনায় জখম হন। এই দিন খিতাবের কুঠি সীমান্তে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে এক দল পাচারকারী গাঁজা-সহ বিভিন্ন সামগ্রী পাচারের চেষ্টা করে। জওয়ানরা বাধা দিলে পাচারকারীরা হামলা চালায় বলে অভিযোগ। এক জওয়ানের মাথায় আঘাত লাগে। পাচারকারীদের খোঁজে জওয়ান গ্রামে ঢুকে তল্লাশি চালাতে গেলে একদল বাসিন্দা বাধা দেন। অভিযোগ, ওই সময় জওয়ানরা লাঠি চালালে কয়েক জন জখম হন। চৌধুরীহাট পঞ্চায়েত প্রধান জগ বর্মন বলেছেন, “বিনা প্ররোচনায় গ্রামে ঢুকে বিএসএফের ২০ জনের একটি দল লাঠি চালায়।” |
মিছিল ঘিরে বিবাদে দুই গোষ্ঠী, আহত ৩
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
বর্ষপূর্তির মিছিলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল সিতাই। সোমবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, ওই ঘটনায় আইএনটিটিইউসির সিতাই ব্লক সভাপতি রূপচাঁদ বর্মন-সহ তিন জন জখম হন। রূপচাঁদবাবুকে সিতাই ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। দলীয় সূত্রে খবর, এ দিন তৃণমূলের সিতাই ব্লক সম্পাদক বিবেক ভদ্র এবং ব্লকের আরেক নেতা জগদীশ বসুনিয়ার নেতৃত্বে দুটি পৃথক মিছিল বের হয়। তা থেকেই উত্তেজনা ছড়ায়। বিবেকবাবুর অভিযোগ, “জগদীশ বসুনিয়ার নেতৃত্বে দলবল হামলা চালায়।” জগদীশবাবু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের মিছিল বড় ছিল। তা দেখে বিবেকবাবুরা পালাতে গিয়ে পড়ে গিয়ে আহত হন।” তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বিষয়টি খোঁজ নেওয়া হবে।” |
অবস্থান-বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
রেল কোয়ার্টার চত্বরে দুষ্কৃতীর তাণ্ডব বেড়ে চলার অভিযোগে অবস্থান বিক্ষোভ করলেন আলুয়াবাড়ি স্টেশনের কর্মীরা। সোমবার প্লাটফর্মে ৬০ রেলকর্মী যোগ দেন। অভিযোগ, সন্ধ্যা থেকে কোয়ার্টার মাঠে দুষ্কৃতীরা মদের আসর বসাচ্ছে, মহিলাদের উত্ত্যক্ত করছে। প্রতিবাদ করলে কোয়ার্টারে মদের বোতল ছুড়ছে। |
রাজ্য সরকারের দুই বছর পূর্তিতে রায়গঞ্জে মহামিছিল করল তৃণমূল কংগ্রেস। সোমবার জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের নেতৃত্বে রায়গঞ্জের কসবা থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত মিছিল হয়। |
সিউড়িতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া স্মরজিৎ বসুর মৃত্যুর ঘটনায় যুক্তদের ধরার দাবিতে উত্তরবঙ্গ জুড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। সোমবার কোচবিহারের স্টেশন চৌপতি ও কেশব রোড এলাকায় প্রায় এক ঘণ্টা অবরোধ হয়। আলিপুরদুয়ার, বাগডোগরা, মালদহ, গাজল, চাঁচল বালুরঘাট-সহ মোট ১০টি এলাকাতে পথ অবরোধ হয়।
|