উত্তরবঙ্গ |
নতুন আইনে ২৩ দিনেই
নিষ্পত্তি ধর্ষণের মামলার |
পীযূষ সাহা, মালদহ: এক বালিকাকে ধর্ষণের ঘটনার ২৩ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। আজ, শনিবার অভিযুক্তের সাজা ঘোষণা করবেন মালদহ আদালতে জেলা ও দায়রা বিচারক সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। পুলিশ ও আইনজীবীরা জানান, গত বছর শিশুদের উপরে যৌন নির্যাতন রুখতে যে নতুন আইন হয়েছে, তা কাজে লাগিয়েই ওই মামলার দ্রুত নিষ্পত্তি হয়েছে। |
|
কলেজের উন্নয়নে একমঞ্চে রাজনীতির প্রতিপক্ষ |
অনুপরতন মোহান্ত, বালুরঘাট: এক জন প্রতি মাসে কলেজের পঠনপাঠন চালানোর কাজে নিজের বেতনের টাকা দিচ্ছেন। অন্য জন সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগী হয়েছেন। প্রথম জন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আরএসপি সাংসদ প্রশান্ত মজুমদার। দ্বিতীয় জন তৃণমূলের দক্ষিণ দিনাজপুরের সভাপতি বিপ্লব মিত্র। রাজনৈতিক ভাবে যুযুধান হলেও কলেজ গড়ার লক্ষ্যে দু’জনে যেন একই মঞ্চে আসীন। তাই জেলার তফশিলি ও আদিবাসী অধ্যুষিত তপন ব্লকে একটি কলেজের বাস্তব রূপ পেতে চলেছে। |
|
ঝড়ে ক্ষতি মালদহের
গ্রামে, আম বাগানে |
|
|
|
|
|
দারিদ্র জয় করে
নজরকাড়া ফল |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
দাবি আদায়ে ত্রিপাক্ষিকে মমতাকে পাশে চায় মোর্চা |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা ও শিলিগুড়ি: আগামী ২৪ মে ত্রিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও জিটিএ। আসন্ন এই ত্রিপাক্ষিক বৈঠকের আগে কেন্দ্রের থেকে বাড়তি দাবি-দাওয়া আদায়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেতে আসরে নেমে পড়ল জিটিএ-র শাসক দল গোর্খা জনমুক্তি মোর্চা। শুক্রবার মুখ্যমন্ত্রী দার্জিলিং সফর সেরে কলকাতায় ফেরার আগেই মহাকরণে দাঁড়িয়ে সেই বার্তা দিয়েছেন মোর্চার কালিম্পঙের বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী। |
|
|
এসজেডিএ-র তদন্তে ঢিলেমি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী |
|
কিশোর সাহা, শিলিগুড়ি: শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) তরফে প্রায় ৫০ কোটি টাকা নয়ছয়ের স্পষ্ট অভিযোগ জমা পড়ার ২৪ ঘন্টা পরেও জোরকদমে তদন্ত শুরু না-হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রের খবর, শুক্রবার দার্জিলিং সফর সেরে ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির পুলিশ কমিশনার কে জয়রামনের কাছে ওই তদন্তের অগ্রগতির ব্যাপারে জানতে চান। কিন্তু পুলিশ কমিশনার কোনও স্পষ্ট তথ্য দিতে পারেননি। |
|
পুরসভার উন্নয়নে বাধা দিচ্ছেন গৌতম, অভিযোগ শঙ্করের |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|