কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পুরসভার উন্নয়নে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব বাধা দিচ্ছেন বলে অভিযোগ করলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক শঙ্কর মালাকার। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে শঙ্করবাবু ওই অভিযোগ করেছেন। পাশাপাশি, এর বিরুদ্ধে শহরে আন্দোলন করা হবে বলেও তিনি জানান। শঙ্করবাবুর অভিযোগ, “বৃহস্পতিবার পুরসভায় তৃণমূল পাম্প অপারেটরদের সমস্যা নিয়ে যা করেছে তা মানা যায় না। বারবার পরিকল্পিতভাবে মেয়রকে হেনস্থা করা হচ্ছে। উন্নয়নের কাজে মন্ত্রীর মদতে বাধা সৃষ্টি করা হচ্ছে। এর প্রতিবাদেই কংগ্রেস আন্দোলনে নামছে।”
কংগ্রেসের অভিযোগ অস্বীকার করে পাল্টা তোপ দাগেন গৌতমবাবু। তিনি বলেন, “পুরসভায় নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। এর বিরুদ্ধে আন্দোলন চলবে। শহরের উন্নয়নে আমরা কী করছি তা মানুষ দেখছেন। আমার দ্বিতীয়বার কংগ্রেসের মেয়র হওয়ার সময় তো আমরাও ওঁর নাম প্রস্তাব করি। কংগ্রেসের তরফে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।”
আজ, শনিবার শহরে মিছিল করবে টাউন কংগ্রেস। কাল, রবিবার যুব কংগ্রেসের তরফে একটি প্রতিবাদ মিছিল হবে। পাশাপাশি হাসমিচক, সেবক মোড়, বিধান রোড, ফুলেশ্বরী মোড় প্রভৃতি এলাকায় সভা হবে। শঙ্করবাবুর অভিযোগ, “মেয়র হতে না পেরে পেরে নানাভাবে পুরসভায় কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। এর প্রতিবাদেই আমরা আন্দোলনে নামব।” বৃহস্পতিবার আন্দোলনের সময় মেয়রের নেমপ্লেট কালি দিয়ে মুছে দেওয়ার প্রতিবাদে শুক্রবার পুরভবনে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মচারী সংগঠনের সদস্যরা। তাঁরা পুরসভা চত্বরে ধিক্কার মিছিল করেন। নেতৃত্বে ছিলেন কংগ্রেসের দুই কাউন্সিলর রুমা নাথ ও শর্মিলা শর্মা। যদিও তৃণমূলের আন্দোলনের পর ওই ১২ জন অস্থায়ী পাম্প কর্মীদের কাজে পুর্নবহাল করা হয়েছে। |