টুকরো খবর
অকৃতকার্যদের পাশ না করানোয় প্রধান শিক্ষিকাকে ‘হুমকি’
স্কুলের ফেল করা ছাত্রীদের পাশ করাতে রাজি না হওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একাংশ অভিভাবকের বিরুদ্ধে। শুক্রবার কোচবিহার সুনীতি অ্যাকাডেমি স্কুলের ঘটনা। কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পান্না চক্রবর্তী। তিনি বলেন, “পুলিশে অভিযোগ জানিয়েছি। স্কুলে পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করার আর্জিও জানানো হয়েছে।” কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত সিংহ বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা হবে।” স্কুল সূত্রে জানা গিয়েছে এ বছর একাদশ শ্রেণিতে সুনীতির অ্যাকাডেমির বিজ্ঞান বিভাগে ৬৫ জন পরীক্ষায় বসে। গত ২৬ এপ্রিল ফল প্রকাশের পর দেখা যায় তাদের মধ্যে ৭ জন পাশের জন্য নির্দিষ্ট নম্বর পায়নি। এর পরে স্কুলে ঢুকে ফেল করা ছাত্রীদের মধ্যে কয়েকজনের অভিভাবক সকলকে পাশ করানোর দাবি জানান। পান্নাদেবী জানান, ওই ছাত্রীদের পাশ করানো সম্ভব নয় বলে আগেও জানিয়েছিলাম। এ দিনও একই দাবিতে স্কুলে ঢুকে অভিভাবকদের কয়েকজন অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। সহকর্মী থেকে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। অভিযুক্ত অভিভাবককের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। অভিভাবকদের তরফে প্রবীর সাহা জানান, অন্য একটি সরকারি স্কুলে সম্প্রতি একাদশ শ্রেণির সবাইকে পাশ করানো হয়েছে। সুনীতিতেও ১৪ জনকে ফেল করানোর পর ৭ জনকে অভিভাবকদের ডেকে পাশ করানো হয়। তাই বাকিদের পাশ করানোর অনুরোধ জানাতে যাই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাই কথা বলতেও চাইছিলেন না। হুমকি, দুর্ব্যবহারের অভিযোগ ঠিক নয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, কাউকে বেআইনিভাবে পাশ করানো হয়নি। যে ৭ জনের কথা বলা হচ্ছে, তারা একটি বিষয়ে কম নম্বর পাওয়ায় অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়।

বাম শরিকদের বার্তা বিমানের
পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের শরিক দলগুলি একে অপরকে সমর্থন না করলে শক্রকেই সাহায্য করা হবে বলে মত জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান তথা সিপিএম এর রাজ্য কমিটির সম্পাদক বিমান বসু। শুক্রবার ইসলামপুরের নেতাজি সুভাষ মঞ্চে উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্টের ডাকে একটি কর্মিসভায় যোগ দিতে এসে এ কথা বললেন বিমানবাবু। বিমানবাবু বামফ্রন্টের কর্মী-সমর্থকদের বলেন, “সব এলাকাতে বামফ্রন্টের সমস্ত শরিক দলের কর্মীদের এলাকাতে একযোগে সিপিএম এর সঙ্গে কাজ করতে হবে।” তাঁর কথায়, “যদি শরিকেরা একক ভাবে নির্বাচনে সিপিএম-এর বিরোধিতা করলে তা শত্রুপক্ষকে সহযোগিতা করারই সমান হবে।” বিমানবাবু ছাড়াও ছিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক শ্রীকুমার মুখোপাধ্যায় সহ উত্তর দিনাজপুর জেলার সিপিএম ও সিপিএম এর শরিক দলের নেতারাও। উত্তর দিনাজপুরের চাকুলিয়া এলাকাতেও এ দিন একটি কর্মিসভায় যোগ দেন বিমানবাবু। তাঁর অভিযোগ, “এলাকাতে বিভিন্ন অর্থলগ্নি সংস্থার টাকা বিধানসভা নির্বাচনে তৃণমূল ব্যবহার করেছে। সেই সংস্থা গুলিকে বেআইনি সাহায্য পাইয়ে দেওয়ার ব্যবস্থাও করেছে তারা। যদিও এর ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরাই।”

গ্রামবাসী-সীমান্তরক্ষী সংঘর্ষে জখম সাত
গ্রামবাসী ও সীমান্তরক্ষী বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত হল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর। শুক্রবার সকালে চেরচেরিয়া এলাকার ঘটনার। ঘটনায় তিন জওয়ান-সহ সাত জন জখম হন। জওয়ানদের বিহারের কিষাণগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় মহিলারা গরু বাঁধতে গেলে জওয়ানরা বাধা দেয়। এর পরে বচসা শুরু হয়। জওয়ানেরা বাসিন্দাদের মারধর করেন। পুলিশ ঘটনাস্থলে যায়। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত শুরু হয়েছে।” সীমান্তরক্ষী বাহিনীর কিশানগঞ্জ রেঞ্জের ডিআইজি পি এস গুজরালের অভিযোগ, “মহিলাদের সামনে রেখে ওই এলাকায় চোরাকারবার চলছে। এ দিন তাতে বাধা দিতে গেলে জওয়ানদের উপরে হামলা চলে।”

জখম চার ছাত্র
ক্লাস চলার সময় সিলিং ফ্যান ভেঙে চার ছাত্র জখম হল। শুক্রবার রায়গঞ্জের কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ হাইস্কুলের ঘটনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.