বর্ধমান |
শিলায় ভাঙল ঘর, মরল খেত
নিজস্ব প্রতিবেদন: খেতের ফসল শুকিয়ে যাওয়া থেকে বাঁচাতে কালবৈশাখীর জন্য প্রার্থনা করছিলেন
চাষিরা। বৈশাখের দ্বিতীয় দিনেই কালবৈশাখী এল, সঙ্গে এল শিলাবৃষ্টি। আর তাতেই মাথায় হাত চাষিদের।
জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা জানান, মঙ্গলবার বিকেলের ঝড়ে জেলায় ১৫৪টি বাড়ি ভেঙেছে।
আংশিক ক্ষতি হয়েছে আরও ৩৯৫৯টি বাড়ির। তিনি বলেন, “প্রায় ১৫০০ হেক্টর জমির বোরো
ধানের ক্ষতি হয়েছে। তাতে ১৫ থেকে ২০ শতাংশ শস্য কমবে। আমেরও ক্ষতি হয়েছে
কয়েক জায়গায়। কৃষি দফতরকে সবিস্তার রিপোর্ট দিতে বলা হয়েছে।” |
|
|
সিপিএম কার্যালয় খুলতে
তৃণমূলের সঙ্গেই আলোচনা |
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
ক্যামেরাবন্দি চুরি,
চোর তবু অধরাই |
নিজস্ব সংবাদদাতা, রানিগঞ্জ: কয়লা চুরি বন্ধ করতে বসানো হয়েছিল চারটি সিসিটিভি ক্যামেরা। তারই মধ্যে একটি আবার চুরি করেছে দুষ্কৃতীরা। তবে বাকি তিন ক্যামেরায় নিয়মিত কয়লা চুরির ছবি ধরা পড়ছে। পুলিশের কাছে তার ফুটেজ জমা দেওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ তুলেছে ইসিএল। রানিগঞ্জে ইসিএলের জেকে নগর, সাতগ্রাম, মডার্ন সাতগ্রাম ও পিওর সিহারসোল কোলিয়ারির কয়লা জমা হয় সাতগ্রাম এরিয়ার নর্থব্রুক সেন্ট্রাল কোল সাইডিংয়ে। |
|
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: দিল্লিতে মন্ত্রী-নিগ্রহের প্রতিবাদে যে পুলিশকর্মীরা উর্দি পরে বিক্ষোভে যোগ দিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না তা জানালেন না আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দ। মঙ্গলবার ওই ঘটনার পরেই সব মহলে সমালোচনা শুরু হয়। পুলিশ কমিশনার জানান, বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। |
বিক্ষোভে উর্দি কেন,
এখনও নেই জবাব |
|
ভাঙচুরের প্রতিবাদ সিপিএমের |
|
ঘুষ নেওয়ার নালিশ,
ধৃত আয়কর অফিসার |
|
|
টুকরো খবর |
খেলার টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|