জিতল উদয়ন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটের সুপার থ্রি পর্বের খেলায় প্রথম ম্যাচেই গলসি উদয়ন সঙ্ঘ ১ উইকেটে হারাল সুব্রত স্মৃতি সঙ্ঘকে। প্রথমে সুব্রত ২৯ ওভারে ৮৯ রান করে। দলের মহম্মদ সরিফ সর্বোচ্চ ১৯ রান করেন। পরে গলসি ২৬.৩ ওভারে ৯ উইকেটে ৯৩ রান করে। গলসির প্রসেনজিৎ মণ্ডল ১৩ রানে ৩, শুভম বিশ্বাস ৩১ রানে ৩, মিলন মণ্ডল ২২ রানে ২ উইকেট দখল করেন। দলের প্রসেনজিৎ মণ্ডল করেন ১৬। সুব্রত সঙ্ঘের বোলাদের মধ্যে রূপঙ্কর পান্ডে ২৬ রানে ৪ ও মহম্মদ মীরাজ আনসারি ১৮ রানে ২ উইকেট নেন। ১৯ এপ্রিল সুব্রত স্মৃতি সঙ্ঘ খেলবে জাতীয় সঙ্ঘের সঙ্গে। আর ২৩ এপ্রিল জাতীয় সঙ্ঘ মুখোমুখি হবে গলসি উদয়ন সঙ্ঘের। |
হারল বংপুর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রথম ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় বর্ধমান লোকো ইয়ং মেনস সোসাইটি ৭০ রানে হারাল বংপুর চেতনা ক্লাবকে। বুধবার প্রথমে ব্যাট করতে নেমে ইয়ং মেন্স ৩৬ ওভারে ২৩৭ রান করে। দলের অভিষেক চৌধুরী ৭৪, মৃনালকান্তি পাল ৩৬, অরুনেন্দু সামন্ত ও উৎপল ঘোষাল, দু’জনেই ৩৭ রান করেন। জবাবে ৩১ ওভারে ১৬৭ রানে সব উইকেট হারায় বংপুর। বংপুরের সুজিত দাস ৩৯ রানে ৩ ও লোকেশ শর্মা ৪১ রানে ৩ উইকেট নেন। বিকিলাল রাউত ৪১ রান করেন। ইয়ং মেন্সের অরুনেন্দু সামন্ত ১৭ রানে ৪ ও মৃণাল কান্তি পাল ১৯ রানে ২ উইকেট নেন। |
জয়ী রাধানগর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত লিগ কাম নক আউট সুপার ডিভিশন ক্রিকেটে প্রথম সেমিফাইনালে জয়ী হল রাধানগর এসি। আসানসোল রেলমাঠে বার্নপুর স্কুল অব ক্রিকেটকে ৮ উইকেটে হারায় তারা। |