টুকরো খবর |
আসছেন না পুরপ্রধান, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
দিল্লিতে মন্ত্রী নিগ্রহের পরেই তৃণমূল কর্মীদের হাতে আক্রমণের অভিযোগ তুলেছিলেন রানিগঞ্জের বাম পুরপ্রধান অনুপ মিত্র। গত সাত দিন ধরে পুরভবনেও আসেননি তিনি। এ বার তাঁকে আর পুরভবনে ঢুকতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাল তৃণমূলের রানিগঞ্জ ব্লক কমিটি। ব্লক সভাপতি সেনাপতি মণ্ডলের অভিযোগ। সাত দিন পুরপ্রধান আসেননি। অনেক মানুষকে নানা কাজে এসেও ফিরে যেতে হচ্ছে। তিনি বলেন, “আমরা উপ-পুরপ্রধানকে জানিয়ে দিয়েছি পুরপ্রধানকে আর কার্যালয়ে ঢুকতে দেব না।” পুরপ্রধান অনুপবাবু বলেন, “দেশের সংবিধান এবং রাজ্য পুর আইন অনুযায়ী পুরসভা পরিচালনার দায়িত্ব আমার। অসুস্থ থাকায় বাইরে আছি। সুস্থ হলেই কার্যালয়ে যাব। তখন দেখা যাবে ওরা কী করে। পুলিশ প্রশাসনকে আমি ওদের হুমকি দেওয়ার বিষয়টি জানিয়েছি।” |
গাড়ি ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি গাড়ি ছিনতাই করে পালাল একদল দুষ্কৃতী। মঙ্গলবার রাতে দুর্গাপুরের ভগৎ সিংহ মোড় এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্গা সাউ নামে এক ব্যক্তি পুরনো গাড়ি কেনা-বেচার কাজ করেন। তিনি পুলিশকে জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে নৈশপ্রহরীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে একদল দুষ্কৃতী একটি গাড়ি ছিনতাই করে পালায়। বুধবার সকালে ঘটনার কথা জানাজানি হতে ভিড় জমে যায় এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
লরির ধাক্কায় মৃত্যু হল আসানসোল পুরসভার এক আইসিডিএস কর্মীর। বুধবার আসানসোলে কাল্লা রোড এলাকায় এই দুর্ঘটনার পরে ক্ষতিপূরণ চেয়ে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। পুলিশ উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিশ জানায়, মৃতার নাম আল্পনা চক্রবর্তী (৫২)। দুপুরে কাজ সেরে বাড়ি ফেরার সময়ে ইট বোঝাই একটি লরি তাঁকে ধাক্কা মারে। লরি ফেলে চালক ও খালাসি পলাতক। |
পুকুরে অস্ত্র কাঁকসায়
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
পুকুর কাটতে গিয়ে একটি দেশি রিভলবার মিলল কাঁকসায়। বুধবার পানাগড়ের দার্জিলিং মোড় এলাকার ঘটনা। পুলিশ জানায়, একশো দিনের কাজে স্থানীয় খাঁ পুকুর সংস্কার হচ্ছিল। খোঁড়াখুঁড়ির সময়ে ধাতব আওয়াজ মেলায় থানায় খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছলে মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্রটিকে উদ্ধার করা হয়। |
বধূর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
শ্বশুরবাড়িতে এক বধূর দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার রানিগঞ্জের মঙ্গলপুরের ঘটনা। মৃতার নাম গৌরী যাদব (২২)। পুলিশ জানায়, ঝাড়খণ্ডের বাসিন্দা গৌরীদেবীর বিয়ে হয়েছিল মঙ্গলপুরের সুবীর যাদবের সঙ্গে। শ্বশুরবাড়ির পড়শিরা এ দিন থানায় গৌরীদেবীর মৃত্যুর খবর দেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে। |
শ্লীলতাহানিতে ধৃত
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে ধরেছে পুলিশ। পুলিশ জানায়, রানিগঞ্জে সিহারসোল ঠাকুরকুড়ি এলাকার যুবক বাবু রায় গ্রামের এক মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। |
দোকানে চুরি |
মুদি দোকানের দেওয়ালে সিঁদ কেটে জিনিসপত্র ও টাকা নিয়ে গেল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে অন্ডালের বাঁকোলা রোডের ঘটনা। দোকান মালিক মনোহর বার্নোয়াল অন্ডাল থানায় অভিযোগে করেন, বুধবার সকালে দোকান খুলে চুরির বিষয়টি তাঁর নজরে আসে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
কোথায় কী |
দুর্গাপুর
দশম বর্ষপূর্তি অনুষ্ঠান। কলেজ প্রাঙ্গন। সকাল ১১টা। উদ্যোগ: মোহনানন্দ কলেজ, নডিহা।
বর্ষপূতি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। স্কুল প্রাঙ্গন। বিকাল ৫টা। উদ্যোগ: ডিআইসিভি।
আসানসোল
মায়ের কথা পাঠ: স্বামী গণধীশানন্দ। সন্ধ্যা পৌনে সাতটা। রামকৃষ্ণ মিশন আশ্রম।
সুপার ডিভিশন ক্রিকেট। রেলমাঠ। সকাল ৯টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
কাঁকসা
বাৎসরিক উৎসব। মন্দির প্রাঙ্গন। রাত দেড়টা। উদ্যোগ: রাজ রাজেশ্বরী মাতা অন্নপূর্ণা মন্দির। |
|