নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর ও আসানসোল |
এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মঙ্গলবার গভীর রাতে আয়কর বিভাগের এক আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। বুধবার তাঁকে আসানসোলের সিবিআই আদালতে তোলা হলে বিচারক ৩০ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।
সিবিআই দফতর সূত্রে জানা গিয়েছে, আয়কর দফতরের আসানসোল-দুর্গাপুর জোনে কর্মরত ওই আধিকারিকের নাম সজলনারায়ণ হালদার। তিনি জুনিয়র ইনকাম ট্যাক্স অফিসার (আইটিও) পদে কর্মরত। |
আদালতে ধৃত। —নিজস্ব চিত্র। |
তাঁর বিরুদ্ধে অভিযোগ, পানাগড়ের এক ব্যবসায়ী সুদীপকুমার গুপ্তের কর সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার পরে সজলবাবু তাঁকে জানান, ২০ হাজার টাকা না দিলে সুদীপবাবুর ২১ লক্ষ টাকা জরিমানা হবে। সুদীপবাবু অভিযুক্তকে ১০ হাজার টাকাও দেন বলে সিবিআই জানিয়েছে। বাকি ১০ হাজার টাকা পাওয়ার জন্য তাঁকে নিয়মিত ফোনে বিরক্ত করা হতো বলেও অভিযোগ। পরে সুদীপবাবু বিষয়টি সিবিআই দফতরকে জানান। দফতরের আধিকারিকেরা গত তিনদিন ধরে দুর্গাপুরে বিশেষ অভিযান চালান। মঙ্গলবারও প্রায় ১২ ঘন্টা ধরে অভিযান চলে। এ দিনই গভীর রাতে তাঁকে ধরা হয়। |