পুরুলিয়া-বাঁকুড়া |
সভা সেরে ফেরার পথে সূর্যকে ‘গো-ব্যাক’ |
|
নিজস্ব সংবাদদাতা, ঝিলিমিলি: বাঁকুড়ায় দলীয় সভা সেরে কলকাতায় ‘ব্যাক’ করার সময় তৃণমূলের ‘গো-ব্যাক’ স্লোগান শুনতে হল বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রকে। যা শুনে সূর্যকান্তবাবুর কটাক্ষ, “আমি তো তখন ফিরেই যাচ্ছি! যখন বাঁকুড়ার যাচ্ছিলাম, তখন এটা বললে না হয় মানে হত! তবে পুলিশ ছিল। গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের কিছু হয়নি।” বৃহস্পতিবার দুপুরে রানিবাঁধের ঝিলিমিলিতে সভা ছিল সূর্যবাবুর। |
|
সুপ্রকাশ চক্রবর্তী, কলকাতা: পথ দেখাচ্ছে রায়বরেলী। সমাজের দরিদ্র ও অসচ্ছল মহিলাদের স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত করে ‘রাজীব গাঁধী মহিলা বিকাশ পরিযোজনা’ চালু হয়েছে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর রায়বরেলীতে। সেই ধাঁচে পুরুলিয়ায় ‘পুরোধা প্রকল্প’ চালু করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রায়বরেলীতে মহিলাদের ওই প্রকল্পের কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখতে কয়েক মাস আগে সেখানে গিয়েছিলেন রাজ্যের স্বনিযুক্তি দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো ও সচিব আরিজ আফতাব। |
সনিয়ার রায়বরেলীর
আলো মমতার পুরুলিয়ায় |
|
বোমা মজুতের অভিযোগে
তালড্যাংরায় ধৃত তিন নেতা |
প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে
শিক্ষকদের বিক্ষোভ |
|
টুকরো খবর |
|
মায়ের বাড়ি: ‘‘আমি রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ ও সারদাদেবীর ভক্ত”-
বৃহস্পতিবার
জয়রামবাটিতে
এসে এ কথা বলেন রাজ্যপাল এম কে নারায়ণন।
তিনি মাতৃমন্দির
ও সারদাদেবীর বাড়ি পরিদর্শন করেন। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন
ও বিবেকানন্দ মঠে স্বামী বিবেকানন্দর একটি পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচনও করেন। ছবি: শুভ্র মিত্র |
|
বীরভূম |
মামলার জের,
পুরসভার কাজ শিকেয় |
ভাস্করজ্যোতি মজুমদার, সিউড়ি: রাজনৈতিক দলের গোষ্ঠী-কোন্দল। আর তার জেরে সমস্যায় পড়েছেন সিউড়ির বাসিন্দারা। পুরসভা বা নিজেদের বাড়িতে নয়, সিউড়ির পুরপ্রধান থেকে কাউন্সিলরদের একটি বড় অংশকে দেখা যাচ্ছে কলকাতায়। ফলে দরকারি কাগজে সই বা শংসাপত্র নেওয়া বিভিন্ন প্রয়োজনে এসে খালি হাতেই ফিরতে হচ্ছে সিউড়ির বাসিন্দাদের। অভিযোগ, ব্যাহত হচ্ছে পুরসভার বেশ কিছু উন্নয়নমূলক কাজও। |
|
নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট: গত ২০১০-১১ শিক্ষাবর্ষে তাঁরা রামপুরহাট কলেজে ভর্তি হয়েছিলেন পূর্ণ ফি দিয়েই। পরবর্তী সময়ে কলেজ কর্তৃপক্ষ তাঁদের মধ্যে কয়েক জনের সম্পূর্ণ ও বাকিদের অর্ধেক ফি মকুব করে দিয়েছিলেন। কিন্তু ওই পড়ুয়াদের অভিযোগ, আজও পর্যন্ত কলেজ কর্তপক্ষ ফি মকুব বাবদ তাঁদের প্রাপ্য টাকা ফেরত দেননি। |
ফি মকুবের টাকা
ফেরত চেয়ে ঘেরাও |
|
পথ প্রদর্শক শিক্ষককে সংবর্ধনা দিল বাতিকা |
|
টুকরো খবর |
|
|
আগুন কেড়েছে ঘর। পুড়ে যাওয়া বই-খাতা উল্টে দেখছে পড়ুয়া। বুধবার রাতে সারেঙ্গার
কৃষ্ণপুর গ্রামে একটি বাড়িতে আগুন লাগে। বাসিন্দাদের চেষ্টায় আগুন নেভে। ছবি: উমাকান্ত ধর |
|
|