এলাকায় উন্নয়নের কাজ করছে না পুরসভা। এই অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন রঘুনাথপুরের নন্দুয়াড়া এলাকার কিছু বাসিন্দা। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা থেকে প্রায় এক ঘণ্টা তাঁরা রঘুনাথপুর-আদ্রা রাস্তায় নন্দুয়াড়া মোড়ে বাঁশ ফেলে রাস্তা আটকে বিক্ষোভ দেখান। ব্যস্ত সময়ে রাস্তা অবরোধের ফলে আটকে পড়ে বহু গাড়ি। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। রঘুনাথপুর শহর থেকে নন্দুয়াড়া যাওয়ার মূল রাস্তাটি দীর্ঘ সময় ধরে বেহাল বলে অভিযোগ। বস্তুত রঘুনাথপুর-আদ্রা রাস্তার নন্দুয়াড়া মোড় থেকে নন্দুয়াড়া যাওয়ার ওই রাস্তাটি ব্যবহার করেন পুরএলাকার চারটি ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা উজ্জল ঘোষাল, অমিত চট্টোপাধ্যায়, রঘুনাথ কর্মকারদের ক্ষোভ, “দীর্ঘ দিন ধরে রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। পুরসভায় রাস্তা সংস্কারের দাবি জানিয়েও ফল হয়নি। পুরপ্রধান তৃণমূলের মদন বরাট বলেন, “ওই রাস্তাটি সংস্কারের জন্য আট লক্ষাধিক টাকা বরাদ্দ হয়েছে। দরপত্র আহ্বান করার কাজ শেষ। দ্রুত রাস্তাটি সংস্কারের কাজ শুরু কার হবে।”
|
দুই পরিবারের সংঘর্ষে জখম হলেন তিন মহিলা। তাঁদের মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। মানবাজারের ভালুবাসা গ্রামে বুধবার সন্ধ্যায় ওই সংঘর্ষ হয়। দু’পক্ষই থানায় অভিযোগ করেছে। |