বিশেষ প্রশিক্ষণের জন্য পুরুলিয়া জেলার প্রাথমিক শিক্ষকদের ভিন জেলায় প্রশিক্ষণে পাঠানোর প্রতিবাদ জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার তাঁরা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখান। আবার ওই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তেরা (ডিপ্লোমা ইন এলিমেন্টরি এডুকেশন) চাকরির দাবিতে এ দিনই জেলা প্রাথমিক শিক্ষা দফতরে স্মারকলিপি দেন।
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক অভিযান ভট্টাচার্য বলেন, “২০০৬ সালের ১ জানুয়ারির পরে যাঁরা প্রাথমিক শিক্ষক পদে যোগ দিয়েছেন, কিন্তু দুই বছরের ওই বিশেষ প্রশিক্ষণ নেই, তাঁদের জন্য একটি ব্রিজকোর্সের ব্যবস্থা করেছে শিক্ষা দফতর। কিন্তু বাড়ির কাছাকাছি প্রশিক্ষণ কেন্দ্রের নাম নির্দিষ্ট আবেদন পত্রে উল্লেখ করে দেওয়ার পরেও অনেক শিক্ষককে বর্ধমানে পাঠানো হচ্ছে। স্কুলে ছাত্র পড়ানো ও নিজের প্রশিক্ষণএক সঙ্গে তাঁরা কী ভাবে চালাবেন?” রঘুনাথপুরের মৌতড় সাতআনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সত্যজিৎ চন্দ্র, আড়শার একটি বিদ্যালয়ের শিক্ষক রবি বাউরির অভিযোগ, পুরুলিয়ার তিনটি করে প্রশিক্ষণ কেন্দ্রের নাম তাঁরা উল্লেখ করে দেওয়ার পরেও বর্ধমানের ভাতার ও শক্তিগড়ে তাঁদের প্রশিক্ষণে পাঠানোর নির্দেশ এসেছে। ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তদের তরফে রাজা চট্টোপাধ্যায় বলেন, “আমরা দু’বছরের প্রশিক্ষণপ্রাপ্ত। আমাদের নিয়োগ করার দাবি জানাচ্ছি।”
জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের সভাপতি নীলকমল মাহাতো বলেন, “এ দিন কলকাতায় প্রাথমিক শিক্ষকদের সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম। সিদ্ধান্ত হয়েছে শিক্ষক-শিক্ষিকারা নিজেদের জেলার যে সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রের উল্লেখ করেছেন, তাঁরা যাতে সেখানে প্রশিক্ষণ পেতে পারেন সে বিষয়টি দেখা হবে।” |