টুকরো খবর
চালু হল ফিডার লাইন
তাঁদের জন্য আলাদা ফিডার লাইন করা হোক। মাড়গ্রাম থানা এলাকার বোরো চাষিদের দীর্ঘদিনের দাবি ছিল এটাই। সেই দাবি মেটায় মাড়গ্রাম থানা এলাকার ২৪টি গ্রামের চাষিরা উপকৃত হলেন। আলাদা লাইন করে দেওয়ায় তাঁরা বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কৃতজ্ঞতা জানিয়েছেন। চাঁদপাড়া গ্রামের বাসিন্দা সমর সিংহ, দীপক মণ্ডল, শিলগ্রামের মহম্মদ ডন, মাঝিড়ার পল্টু শেখরা বলেন, “এলাকায় বোরো চাষ ভাল হয়। এই চাষের পরিমাণও বেড়েছে। অথচ দীর্ঘ কয়েক বছর ধরে বোরো ধান চাষের সময় ভোল্টেজ সমস্যার জন্য জল পেতে অসুবিধা হত। ফলে উৎপাদনও মার খেত।” সমরবাবু জানান, চাষিরা ভোল্টেজ সমস্যা সমাধানের জন্য আলাদা করে ফিডার লাইন চাঁদপাড়া এলাকার জন্য দাবি করে আসছিলেন। সেই দাবি পূরণ করতে যে সমস্ত চাষির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য চাষিরা চাঁদা তুলে তাঁদের ক্ষতিপূরণ বাবদ টাকা দিয়েছেন। এ ছাড়া, চাষিদের সুবিধার্থে তারাপীঠ লাগোয়া মনসুবা মোড় থেকে আলাদা লাইন নিয়ে যাওয়ার জন্য কুমাড্যা গ্রামের হানিফ শেখ বাঁশঝাড় কেটে দিয়েছেন। বিদ্যুৎ বণ্টন কোম্পানির রামপুরহাট বিভাগীয় বাস্তুকার নারায়ণচন্দ্র রায় বলেন, “চাষিদের চাহিদা মেটাতে এলাকাবাসী যথেষ্ট সাহায্য করেছেন। সময়ে প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়ায় কাজে সুবিধা হয়েছে। তিন দিন আগে এই লাইন হয়েছে।”

দেহ উদ্ধার
আমোদপুর এলাকার কুসুমডিহি গ্রামের বাইরে একটি মাঠ থেকে বৃহস্পতিবার এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। নিহতের নাম সুনীল বালা (৪২)। বাড়ি কুরুমসা গ্রামে। জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “বুধবার রাত থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। তবে ওই দিন পুলিশকে কেউ কিছু জানায়নি। এ দিন দেহ উদ্ধারের পরে পরিবারের লোকজন নিখোঁজের কথা জানান।” পুলিশ জানায়, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। দেহটি ময়না-তদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়েছে।

বিবেক রথ
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে রামপুরহাট শ্রীরামকৃষ্ণ সারদা পাঠচক্রে বুধবার এসে পৌঁছয় শাশ্বত বিবেক রথ। সকালে শোভাযাত্রা ও দিনভর নানা অনুষ্ঠান হয়েছে। রাতে বীর সন্ন্যাসী বিবেকানন্দ শীর্ষক একটি নাটক মঞ্চস্থ হয়েছে।

রেণু-হত্যা মামলায় কোর্টের সমন
রেণু-হত্যা মামলার ‘ফিঙ্গার প্রিন্ট’ বিশেষজ্ঞ শঙ্কর দত্তরায়কে সাক্ষ্য দেওয়ার জন্য সমন পাঠাল বোলপুরের অতিরিক্ত জেলা জজ আদালত। বৃহস্পতিবার সরকারি আইনজীবী তপনকুমার দে বলেন, “মামলার ‘ফিঙ্গার প্রিন্ট’ বিশেষজ্ঞ শঙ্কর দত্তরায়কে আগামী ২৯ এপ্রিল বোলপুরের অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক মানস বসুর এজলাসে সাক্ষ্য দেওয়ার জন্য আদালত সমন পাঠিয়েছে।” গত বছর ১৩ জানুয়ারি শান্তিনিকেতনের বাড়িতে খুন হয়েছিলেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রেণু সরকার (৭৮)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.