ফুল ফুটুক না ফুটুক আজ থেকে কোটলায় সচিন-বসন্ত |
|
গৌতম ভট্টাচার্য, নয়াদিল্লি: আয়োজক দিল্লি ক্রিকেট সংস্থা কি বিশেষ স্মারকটারক বানিয়েছে? ধুর, ভাবেইনি। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিশেষ কে উপস্থিত থাকছেন? কোনও খবর নেই। বরঞ্চ বোর্ড প্রেসিডেন্ট নিজেই তো বিদেশে। মুম্বই থেকে স্ত্রী না ভাই, কে উড়ে আসছেন? কেউ না। নিজে কোনও ইঙ্গিতটিঙ্গিত দিয়েছেন? একেবারেই না। |
|
কোটলাতে ৪-০ দেখছি |
সৌরভ গঙ্গোপাধ্যায়: যুবরাজ সিংহের বই প্রকাশ অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের ভিড় করার ছবিটা দেখে খুবই ভাল লাগল। শুধু তাই নয়, সচিন, ধোনি, কোহলি, সহবাগ সবাই যখন একে একে যুবরাজ নিয়ে কথা বলছিল, শুনে বেশ আবেগপ্রবণও হয়ে পড়ছিলাম। আমি আবারও যুবিকে বাকি জীবন আর দুর্ধর্ষ একটা কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। |
|
|
ওদের একটুও দয়া
দেখিও না ধোনি |
ভিভিএস লক্ষ্মণ: কোটলায় ৪-০-র হাতছানি। অস্ট্রেলিয়ায় গিয়ে তো এমনই হাল হয়েছিল ধোনিদের। সেই দুঃসময়ের কথা ভেবেই মাঠে নামুক ধোনিরা। ভারতীয় ক্যাপ্টেনের জন্য আমার পরামর্শ, ওদের একটুও দয়া দেখিও না। ৪-০ করতেই হবে। সন্ধিক্ষণে থাকা একটা দল ৪-০-য় সিরিজ জিতলে তা ক্রিকেটের ইতিহাস চিরকাল মনে রাখবে। |
|
বদলা মাথায় রেখেই
ধোনিরা নামবে |
৪-০ আর এক
নম্বরের সিংহাসন |
|
সিএবি-র বাউন্সারে
বেসামাল লক্ষ্মীরা |
লগ্নি সম্মেলনে
আমন্ত্রিত বার্সা, রিয়াল |
|
চিডি এখনও অনিশ্চিত, ফিরলেন ওডাফা |
|
টুকরো খবর |
|
|