চিডি এখনও অনিশ্চিত, ফিরলেন ওডাফা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আইএফএ শিল্ডের ব্যর্থতা পিছনে ফেলে এ বার আই লিগে চোখ ইস্টবেঙ্গলের।
ঘুরে দাঁড়ানোর ম্যাচ শুরুর আটচল্লিশ ঘণ্টা আগে ট্রেভর মর্গ্যানকে অবশ্য চিন্তায় রেখেছে দলের এক নম্বর স্ট্রাইকার এডে চিডির চোট।
পিঠের ব্যথায় কাবু চিডি শিল্ড ফাইনালের শেষের দশ মিনিট পেনের পরিবর্তে মাঠে নেমেছিলেন। এয়ার ইন্ডিয়া ম্যাচে তিনি শুরু থেকে খেলতে পারবেন কি না তা নিয়ে জল্পনা তুঙ্গে। চিডি নিজেও নিশ্চিত নন। বৃহস্পতিবার বললেন, “অল্প ব্যথা আছে। বৃহস্পতিবার বিশ্রাম নিয়েছি।” চিডির চোট নিয়ে চিন্তিত মর্গ্যান আবার বলছেন, “ফাইনালের পর পিঠের ব্যথা আর বাড়েনি বলেই জানিয়েছে চিডি। ওকে অনুশীলনে না দেখে কিছু বলতে পারব না।”
লাল-হলুদ শিবিরের খবর, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে কোনও ঝুঁকি না নিয়ে চিডিকে খেলানোর সব রকম চেষ্টা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট। কারণ, অ্যান্ড্রু বরিসিচের পারফরম্যান্সে খুশি নয় ইস্টবেঙ্গল। অস্ট্রেলীয় স্ট্রাইকার প্রত্যাশা মতো খেলতে না পারায় বিরক্ত সাহেব কোচও। বরিসিচ নিজেও সেটা বুঝেছেন। বলছিলেন, “সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমি নিজেও খুব হতাশ।”
চিডির চোট নিয়ে ইস্টবেঙ্গলে যেমন দুশ্চিন্তার চোরা স্রোত বয়ে চলেছে, তেমনই ওকোলি ওডাফার অসুস্থতা চিন্তায় রেখেছে করিম বেঞ্চারিফাকে। বৃহস্পতিবার ওডাফা নার্সিংহোম থেকে ছাড়া পেলেও রবিবার পৈলান অ্যারোজ ম্যাচ খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে মরক্কান কোচের। ওডাফা ছাড়াও ডেনসন, আইবর, স্নেহাশিসদেরও চোট রয়েছে।
এ দিকে শিল্ড চ্যাম্পিয়ন হয়েই ইউনাইটেড সিকিমের বিরুদ্ধে আই লিগের ম্যাচ খেলতে এ দিনই শিলিগুড়ি পৌঁছে গেল প্রয়াগ। শুক্রবার শিলিগুড়িতে অনুশীলন সেরে বিকেলে গ্যাংটকে রওনা হওয়ার কথা র্যান্টিদের। কার্লোস-র্যান্টিদের দলের স্পনসর প্রয়াগের কর্ণধার বাসুদেব বাগচির বেহালার বাড়িতে বুধবার রাতে হামলা হয়েছিল। প্রয়াগের পক্ষ থেকে এ দিন জানানো হয়েছে, এটা কোনও সংগঠনের কাজ নয়। ব্যক্তিগত ভাবে কেউ কেউ করেছে। পুলিশ তদন্ত করে দেখছে। ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার বলেছেন, “যারা এ ধরনের কাজ করে, তাদের কোনও দলের সমর্থক হওয়ার যোগ্যতা নেই। তারা আসলে দুষ্কৃতী।” |