দুবাইয়ে ফেডারেশনের অভিনব উদ্যোগ |
লগ্নি সম্মেলনে আমন্ত্রিত বার্সা, রিয়াল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দুবাইয়ে আই লিগের লগ্নি সম্মেলনে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বেনফিকা, ম্যান ইউ-সহ বিশ্বের কুড়িটি ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছে ফেডারেশন।
আই লিগে পরের মরসুমে দু’টি ফ্রাঞ্চাইজি দলকে নেওয়া হবে। সে জন্য দুবাইয়ে ৬ এপ্রিল সেখানকার ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতিদের সঙ্গে আলোচনায় বসবেন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল-সহ অন্য ফেডারেশন কর্তারা। সেখানেই ডাকা হচ্ছে বিশ্বসেরা ক্লাবগুলিকে। দিল্লি থেকে ফোনে ফেডারেশন সচিব কুশল দাস বৃহস্পতিবার বললেন, “আই লিগের ক্লাবগুলির সঙ্গে বার্সা-রিয়ালের মতো দলগুলির গাঁটছড়া বাধার পথ মসৃণ করতেই এই আমন্ত্রণ। সভায় ওরা প্রতিনিধি পাঠালে বোঝাতে পারব আমরা কী চাইছি।” কুশলবাবু জানান, “এখনও পর্যন্ত বেনফিকার তরফ থেকেই আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওরা ফোন করেছিল। এখনও সময় আছে। দেখি অন্য ক্লাব কী করে?” ফেডারেশন সূত্রের খবর, ম্যাঞ্চেস্টার সিটির মালিক শেখ মনজুর ফেডারেশন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু। তাঁকে আনার চেষ্টা হচ্ছে সম্মেলনে। আবু ধাবির ক্লাব ইত্তেহাদের নিজস্ব এয়ারলাইন্স আছে। তাদের সঙ্গে ভারতের একটি নামী এয়ারলাইন্স কোম্পানির চুক্তি হতে চলেছে। ইত্তেহাদকে যুক্ত করার চেষ্টা চলছে আই লিগের কোনও একটি ক্লাবের সঙ্গে।
আঠারো কোটির আই লিগকে আর্থিক ভাবে আরও শক্তিশালী করতে বিশ্ব জুড়ে ফ্রাঞ্চাইজি খোঁজার পাশাপাশি উইম কোভারম্যান্সের টিমকে ইউরোপে পাঠানোর চেষ্টা চলছে। ২৬ মে লন্ডনে কোস্তারিকার সঙ্গে খেলার কথা সুনীল-নবিদের। ৭ এবং ১১ জুন যথাক্রমে মালটা এবং লুক্সেমবার্গের সঙ্গে ম্যাচ করার চেষ্টা চলছে। এ দিকে মীর ইকবাল হোসেন ট্রফি তুলে দিচ্ছে ফেডারেশন। অনূর্ধ্ব ১৬ জাতীয় ফুটবলের ট্রফির নাম হচ্ছে একটি পানীয় কোম্পানির নামে। অনূর্ধ্ব ১৯ জাতীয় ফুটবল দু’বছর অন্তর হবে। ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে, আই লিগের দ্বিতীয় ডিভিশনের মূল পর্বের খেলা শুরু হবে ৩০ মার্চ থেকে। চলবে এক মাস। বেঙ্গালুরুতে একটি পর্বের খেলা হলেও অন্য পর্ব কোথায় হবে তা ঠিক করবে ফেডারেশন। |