৪-০ আর এক নম্বরের সিংহাসন |
মহেন্দ্র সিংহ ধোনির কোটলায় না খেলা নিয়ে বিন্দুমাত্র অনিশ্চয়তা নেই। কিন্তু প্রাক-টেস্ট সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক যথারীতি এই সিরিজের ধারা বজায় রেখে অনুপস্থিত! পাঠালেন ঘরের ছেলে ইশান্ত শর্মাকে।
মাইকেল ক্লার্ক শেষ টেস্টে দলকে নেতৃত্ব দিতে পারবেন কি না, সে ব্যাপারে শুক্রবার টসের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অস্ট্রেলীয় অধিনায়কের পিঠের যন্ত্রণার টাটকাতম রিপোর্ট দেখে। কিন্তু নিয়মমাফিক ক্লার্ক-ই প্রি-ম্যাচ প্রেস মিট করে গেলেন আজ।
শিখর ধবন চোটের জন্য বাইরে। তা সত্ত্বেও পরে ইশান্ত বলে দিলেন, “আমাদের ড্রেসিংরুমের মেজাজ দারুণ। প্রত্যেক প্লেয়ার আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে ৩-০ এগিয়ে আছি। দিল্লি টেস্টেও বিরাট আত্মবিশ্বাস নিয়ে খেলব।” ধবনের সম্ভাব্য পরিবর্ত ওপেনার গৌতম গম্ভীরেরও অসুস্থতার জন্য ঘরের মাঠে এই টেস্ট খেলা হল না। দলে নতুন মুখ বলতে সুরেশ রায়না। ফলে সম্ভাবনা দু’টো।
এক) মুরলীর সঙ্গে পূজারার ওপেনিং জুটি। মিডল অর্ডারে রায়না।
দুই) ওপেনার অজিঙ্ক রাহানের টেস্ট অভিষেক ঘটল। ইশান্ত অবশ্য বললেন, “রাতে টিম মিটিংয়ে কোনও সিদ্ধান্ত হলে তবেই জানতে পারব কাল কারও টেস্ট অভিষেক ঘটছে কি না।”
কিন্তু ০-৪’এর বদলা হিসেবে ৪-০ করার মঞ্চ তৈরি। পিচের সব ঘাস এমন ভাবে উড়িয়ে দেওয়া হয়েছে যে, কোটলার বরাবরের লো-বাউন্স উইকেটে সোনালি রঙের আভা! ডাউন আন্ডার-এ ২০১১-১২’র হেনস্থার বদলা নেওয়াই শুধু নয়। বর্তমান সিরিজ ৪-০ জিতলে ধোনির ভারত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তিনে উঠবে। ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের ফলের প্রেক্ষিতে ধোনিদের দুইয়ে ওঠার রাস্তাও খোলা থাকবে। আপনাদের ড্রেসিংরুমে ৪-০ করার ব্যাপারে বাড়তি আগ্রাসী হওয়ার চেষ্টা নিয়ে আলোচনা হচ্ছে না? ইশান্ত প্রশ্নের সরাসরি জবাব এড়ানোর চেষ্টার মধ্যেও বলে ফেললেন, “আমাদের দল উত্তেজিত হয়ে রয়েছে। আশা করছি এই টেস্টেও ভাল কিছু করব। আগের তিনটে টেস্টের ফর্মই আশা করছি শেষ টেস্টেও দেখাতে পারব।”
তার পরই সম্ভবত টিম ধোনির চূড়ান্ত লক্ষ ব্যক্ত করলেন ইশান্ত। “আমাদের ‘গোল’ হল আবার এক নম্বর টেস্ট দল হয়ে ওঠা।”
সেখানে একদা এক নম্বর অস্ট্রেলিয়া দলের প্রধান কী বললেন? “গত তিনটে টেস্টে অনেক শিখেছি। আমাদের কোন কোন জায়গায় উন্নতি দরকার জেনেছি। যদি আমরা সেরা ক্রিকেটটা খেলি তা হলে এই টেস্ট জেতার ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই। সেরা এগারো বাছার চেষ্টা করছি,” বলছেন ক্লার্ক। |