ম্যায় হুঁ না, ধবনের ধামাকায়
বাক্যিহারা কপিলও
|
|
গৌতম ভট্টাচার্য, মোহালি: নভজ্যোৎ সিংহ সিধু ক্রমাগত বলে যাচ্ছেন, “গত পাঁচ বছর যা করিনি, এ বার সেটাই করতে যাচ্ছি! সেঞ্চুরিটা হলেই টিভি বক্স থেকে বাইরে এসে হাততালি দেব।” কমেন্ট্রি বক্সের বাকিরা সর্দারের সঙ্গে দ্রুত একমত হয়ে যাচ্ছেন: সত্যি, এই ইনিংসের জন্য করাই যায়। তা বলে কপিল দেব এত অভিভূত হয়ে পড়েছেন কেউ বোঝেনি। |
|
সচিনের কথা
রাখতে
পেরে তৃপ্ত শিখর
|
চেতন নারুলা, মোহালি: দিনের শেষে যাঁর নামের পাশে ১১১ বলে ১৮৫, ৩৩টি বাউন্ডারি, দু’টি ছয়ের পরিসংখ্যান। যাঁর স্ট্রাইক রেট বীরেন্দ্র সহবাগের মতোই ১১০.১১, তিনিই যে দিনের নায়ক হয়ে উঠবেন, এতে আর অবাক হওয়ার কী আছে?
২০১০-এ এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই দেশের হয়ে খেলার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছিলেন শিখর ধবন। বিশাখাপত্তনমে সেই ওয়ান ডে ম্যাচে মাত্র দু’বল খেলতে পেরেছিলেন শিখর। তার পরই আউট। |
|
|
আমি চাই শিখর আজ
ট্রিপল সেঞ্চুরি করুক
|
|
ভিভিএস লক্ষ্মণ: সিরিজে এই প্রথম চারশো রানের গণ্ডি পেরলো মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। তবে ওরা যদি ভেবে থাকে যে ব্যাটিংয়ের ছন্দটা বোলিংয়েও ধরে থাকবে, তা হলে নিশ্চয়ই খুব বড় ধাক্কা খেয়েছে।
ক্রিকেট খেলাটা আমি মোটামুটি ভালই দেখেছি। খেলেওছি। সেই অভিজ্ঞতা থেকে শিখর ধবনের মহাকাব্যিক ইনিংস ব্যাখ্যা করতে হলে একটা কথাই বলতে হয়। |
|
তবে বিদেশি কোচদের
কাছ থেকে
পাওয়া যায়
অনেক বেশি |
|
|
|
|
টুকরো খবর |
|
|