• অভিষেকে দ্রুততম টেস্ট সেঞ্চুরি (৮৫ বলে)। এর আগে রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন স্মিথের (দক্ষিণ আফ্রিকা, কেপটাউন ২০০৪)।
• ভারতের হয়ে টেস্ট অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ছিল গুন্ডাপ্পা বিশ্বনাথের (১৩৭, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, কানপুর ১৯৬৯)। ভারতীয় বংশোদ্ভুত হিসাবে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস ছিল কে এস রঞ্জিৎ সিংহের (১৫৪ ন.আ. ইংল্যান্ডের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৯৬ সালে)।
• অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। সর্বোচ্চ ইংল্যান্ডের রেজিনাল্ড ফস্টার। ২৮৭, সিডনি ১৯০৩।
• ওপেনার হিসাবে প্রথম ভারতীয় যিনি টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেলেন। এর আগে সর্বোচ্চ রান ছিল কেসি ইব্রাহিমের (৮৫), ’৪৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। |