মেসিরা দেখাল চ্যাম্পিয়নরা সব স্টাইলেই জিততে পারে |
|
সুব্রত ভট্টাচার্য: যে কোনও পারফর্মিং পেশা, সে খেলা হোক, কিংবা গান, অভিনয়, পেন্টিংসব ক্ষেত্রে একটা খুব ক্লিশে হয়ে যাওয়া কথা আছে। ফর্ম আসে-যায়, কিন্তু স্কিল চিরকালীন। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে মেসির দু’টো দুর্ধর্ষ গোল। বার্সেলোনার অবিশ্বাস্য ভাবে ফেরা টিভিতে দেখতে দেখতে ওই বহু পুরনো কথাটাই বারবার মনে আসছিল। মেসি আর রোনাল্ডোর মধ্যে তুলনা টানার শেষ নেই। |
|
আমাদের আটকানো কঠিন: মেসি |
নিজস্ব প্রতিবেদন: ‘হোয়াট আ নাইট’মঙ্গলবার রাতে তাদের শহরের দলের জয়কে এ ভাবেই বর্ণনা করছে বার্সেলোনার বহুল প্রচারিত সংবাদপত্র ‘মুন্দো দেপোর্তিভো’। জনপ্রিয় ক্রীড়া দৈনিক ডেইলি মারকা-র প্রথম পাতার বিশাল শিরোনামের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘বার্সেলোনার প্রত্যাবর্তন’। প্রত্যাবর্তন বলে প্রত্যাবর্তন! দু’সপ্তাহ আগে সান সিরোয় ০-২ হারের পর এই ম্যাচে বার্সার উপর সে ভাবে ভরসা করতে পারেননি ফুটবল বিশেষজ্ঞরা। |
|
|
মাত্র কুড়ি দিনে পৃথিবীটাই বদলাবদলি দুই অধিনায়কের |
|
গৌতম ভট্টাচার্য, মোহালি: পাঁচতারার লবিতে কেউ খালি পায়ে ঘোরাঘুরি করে নাকি! অথচ সমুদ্রস্নানের পর বালির ওপর দিয়ে হেঁটে এলে লোকে যেমন পুরীর হোটেলে-টোটেলে ঢোকার মুখে জুতোজোড়া হাতে নিয়ে নেয়, এ ভদ্রলোকেরও তেমনই ধরা। বগলে দুটো ক্রিকেট ব্যাট। এ কী, খালি পা কেন? চণ্ডীগড় ম্যারিয়টের লবিতে দ্রুতই উৎসাহীদের দ্বারা ঘেরাও হয়ে যাওয়া তিনি মুখ ঘুরিয়ে বললেন, “টিটি খেলছিলাম জোর।” |
|
|
বলিভিয়ার দেশজ পোশাকে রোনাল্ডিনহো। বুধবার লা পাজে। ছবি: এপি |
|
|
|
টোলগেকে নিয়ে প্রশ্ন ওঠা শুরু |
|
ডার্বির আগে অক্সিজেন পেয়ে গেল ইস্টবেঙ্গল |
|
|
|
টুকরো খবর |
|
|
লরিয়াস পুরস্কারের রাতে প্রাক্তন ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন মিকা। ছবি: এপি |
|
|