আভান্থা মাস্টার্স আজ থেকে |
গরম বলেই ভারতীয়রা এগিয়ে, বলছেন অনির্বাণ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
গত সপ্তাহে সেল-এসবিআই ওপেন জিতে দুর্দান্ত ফর্মে থাকা অনির্বাণ লাহিড়ী কাল থেকে ঝাঁপাচ্ছেন আভান্থা মাস্টার্সে।
মরসুমটা দারুণ ভাবে শুরু করা অনির্বাণ এ দিন বলছিলেন, “এই গল্ফ কোর্সটা আমার জন্য খুব পয়া। দু’বছর আগে এখানেই বিল্ট ওপেনে আমি দ্বিতীয় হয়েছিলাম। জিতেছিল চিরাগ কুমার। আর তার আগের বছর জোতি রনধাওয়ার পিছনে দ্বিতীয় হয়ে শেষ করেছিলাম।” পয়া কোর্স এ বারও হাতাশ করবে না, আশায় আছেন বাঙালি গল্ফার। কলকাতার শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়ার ঝুলিতে আবার ২০১১ সালেই আভান্থা মাস্টার্সের খেতাব ঢুকে পড়েছিল। টুর্নামেন্টের প্রাক্তন বিজয়ী কাপটা আরও একবার মুঠোয় পোরার প্রস্তুতিতে খামতি রাখছেন না। শিবশঙ্কর বলছিলেন, “এ বার নিয়ে তিন বার আভান্থা মাস্টার্স তিনটে আলাদা কোর্সে হচ্ছে। এর আগে আমি দু’টো ইউরোপিয়ান ট্যুর টুর্নামেন্ট জিতেছি ডিজিসি ও ডিএলএফে। এ বার যদি জে পি গ্রীনেও জিততে পারি তা হলে তো কথাই নেই! ভারতীয় গল্ফাররা প্রত্যেকেই কিন্তু এই টুর্নামেন্টটা জিততে চায়।”
এ বছর ভারতে অনুষ্ঠিত ইউরোপীয় ট্যুরের একমাত্র টুর্নামেন্ট আভান্থা মাস্টার্সে দেখা যাবে রাইডার্স কাপ তারকাদের। কলিন মন্টগোমেরির মতো ইউরোপীয় ট্যুরের মহাতারকা এই প্রথম নামবেন কোনও ভারতীয় কোর্সে। |
তবে ঘরের মাঠে বিশ্বের সেরাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ার জন্য জীব মিলখা সিংহরাও তৈরি। অনির্বাণ বলছিলেন, “আভান্থা মাস্টার্স আর তার পর মালয়েশিয়ান ওপেনে ভাল খেলে নিজের বিশ্ব র্যাঙ্কিংটা বাড়িয়ে নেওয়াই এখন লক্ষ্য।” তাঁর মতে এ বছর আবহাওয়ার সুবিধা পাবেন ভারতীয় গল্ফাররা। বলছিলেন, “এই টুর্নামেন্টে ইউরোপীয়রা ভাল ফল করে কারণ সাধরণত ভারতে যে সময় টুর্নামেন্টটা হয়, তখন আবহাওয়া বেশ ঠান্ডা থাকে। কিন্তু এ বছর গরমটা পড়ে যাওয়ায় এশিয়ানরা ভাল ফল করবে। তাই ভারতীয় গল্ফারদেরও ভাল সুযোগ থাকবে।” গত সপ্তাহে খেতাব জেতার পর অর্নিবাণের বিশ্ব র্যাঙ্কিং দাঁড়িয়েছে ১৫৫। বলছিলেন, “এখন লক্ষ্য বিশ্বের প্রথম ১০০র মধ্যে ঢুকে পড়া। আর চাপটাপ নিয়ে আমি কখনও খেলি না। সে আমি কোনও টুর্নামেন্টে খেতাব রক্ষার লড়াইতেই নামি বা নতুন কোনও টুর্নামেন্টে খেলি।”
জীব মিলখা সিংহ আবার আঙুলের চোট সারিয়ে বেশ কিছুদিন পর এই টুর্নামেন্টে খেলতে নামছেন। তিনি বললেন “অনেকে মনে করছে এই কোর্সে বড় স্কোর করা সহজ হবে না। কিন্তু যদি হাওয়া ভাল চলে, তা হলে স্কোরিং ভালই হবে। আমার মনে হয় এই কোর্সে পাটিং যার যত ভাল হবে, তার জেতার সম্ভাবনা তত বেশি।” ভারতীয় গল্ফারদের উত্থান দেখে জীব বেশ খুশি। বলছিলেন, “যে ভাবে ভারতীয়রা উঠে আসছে এবং বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে, তাতে আমাদের দেশে গল্ফের ভবিষ্যৎ উজ্বল। বিশেষ করে এই টুর্নামেন্টটা ভারতীয়দের সামনে বিরাট সুযোগ। এখানে ভাল ফল করতে পারলে ইউরোপীয় ট্যুরের কার্ড পেতে সুবিধা হবে।” |