উন্মুক্ত চাঁদ (৮৮) এবং যুবরাজ সিংহের (৬৭) বড় ইনিংসে ২৮৯ রান তুলেও দেওধর ট্রফির ফাইনালে উত্তরাঞ্চল হার এড়াতে পারল না। পার্থিব পটেলের পশ্চিমাঞ্চল ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন। অম্বাতি রায়াডুর অপরাজিত ৭৮ রান ছাড়াও পার্থিব এবং মনপ্রীত জুনেজার হাফ সেঞ্চুরি আট বল বাকি থাকতেই জয় এনে দেয় পশ্চিমাঞ্চলকে। তবে পশ্চিমাঞ্চলের চ্যাম্পিয়ন হওয়ার দিনও সব ছাপিয়ে উঠে আসছে তাদেরই অভিষেক নায়ারের বিশ্বরেকর্ডের প্রসঙ্গ। ১০টা ওয়াইড একটা নো বল। সেমিফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে মোট ১৭ বলের ওভার করেন নায়ার। ফাইনালে অবশ্য বিশ্বরেকর্ড স্পর্শ করার উদ্যোগ আর দেখাননি আইপিএলে পুণে ওয়ারিয়র্সের সাড়ে তিন কোটির ক্রিকেটার।
|
শালকেকে হারিয়ে বারো বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল গালাতাসারে। মঙ্গলবার দ্বিতীয় লেগে তুরস্কের গালাতাসারে ৩-২ জিতে মোট ৪-৩ গোলে হারায় জার্মানির ক্লাবকে। প্রথম লেগে ১-১ হয়েছিল। মঙ্গলবার রাতেও গোল পান টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা গালাতাসারের বুরাক ইলমাজ (৮)। দ্রোগবা খেললেও গোল পাননি। এ বারের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল রোনাল্ডোর (৯)। মেসি (৭) এই তালিকায় তিনে।
|
লন্ডন অলিম্পিকে সোনা জয়ের হ্যাটট্রিক ধরে রাখার কৃতিত্বের জন্য উসেইন বোল্ট এই নিয়ে তৃতীয় বার লরিয়াস পুরস্কারে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হলেন। লন্ডনে হেপ্টাথলনে সোনা জয়ী ইংল্যান্ডের জেসিকা এনিস বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদ। সেরা ‘ব্রেক থ্রু’ পুরস্কার পান অ্যান্ডি মারে। লন্ডন অলিম্পিকের আয়োজক কমিটির চেয়ারম্যান সেবাস্তিয়ান কো পান লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। এ ছাড়া বর্ষসেরা অ্যাকশন স্পোর্টসপার্সনের পুরস্কার জেতেন ফেলিক্স বমগার্টনার। মার্কিন সাঁতারু মাইকেল ফেল্পস পান এক্সেপশনাল অ্যাচিভমেন্টের বিশেষ পুরস্কার।
|
দিদি পারলেন না, ভাই সোনার পদকের সামনে! ব্যাঙ্ককে তিরন্দাজির এশিয়ান গ্রাঁ প্রি পুরুষদের দলগত বিভাগে রাহুল বন্দ্যোপাধ্যায় ব্রোঞ্জ জিতলেন বাংলার অতনু দাস এবং এ আর তিরকের সঙ্গে। বুধবার ব্যক্তিগত বিভাগে রুপো জয় নিশ্চিত করে রাহুল ফাইনালে মুখোমুখি হলেন লন্ডন অলিম্পিকের রুপো জয়ী জাপানের ফুরুকাওয়ার। ফাইনাল বৃহস্পতিবার। এই প্রথম ম্যাচ হল দিন-রাতে। মাত্র এক পয়েন্টের জন্য ছিটকে গেলেন দোলা বন্দ্যোপাধ্যায়। হেরে গেলেন চিনা তাইপের কাছে।
|
আই লিগ টু-তে হোসে ব্যারেটো গোল করেই চলেছেন। ভবানীপুরও জিতছে। বুধবার ইনদওরে ভবানীপুর ২-০ হারাল শঙ্কর মৈত্রর গ্রিন ভ্যালিকে। ব্যারেটোর সঙ্গে গোল করেন স্নেহাশিস দত্ত। তবে হেরে গেল এরিয়ান। ২-৩ গোলে তাদের হারাল কেরলের ডসকো স্পোর্টস। |