বড় ম্যাচের টিকিট বিক্রি আজ থেকে
টোলগেকে নিয়ে প্রশ্ন ওঠা শুরু
টোলগে ওজবেকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল মোহনবাগানে! চোটের কারণে এ বারও আই এফ এ শিল্ডের গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
অস্ট্রেলীয় স্ট্রাইকার বুধবার অনুশীলন করেননি। বাগান কোচ করিম বেঞ্চারিফা বলে দিয়েছেন, “টোলগের যা চোট তাতে সেমিফাইনালে ওকে পাওয়া যাবে বলে মনে হয় না।” টোলগে অবশ্য বলছেন, “শুক্রবার পর্যন্ত দেখব।”
ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে আসার পর টোলগের পারফরম্যান্স খুবই খারাপ। ডার্বিতে তো নেই-ই, আই লিগেই তাঁর গোলের সংখ্যা ২। ফেড কাপ থেকে চোটের কবলে সেই যে পড়তে শুরু করেছেন, এখনও তা চলছে।
ওকোলি ওডাফার পাশে পারফরম্যান্সের দিক দিয়ে টোলগে কার্যত শূন্য পেয়েছেন। মোহনবাগান এখনও পর্যন্ত ৩৭টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ২৬ ম্যাচে ২৭টি গোল করেছেন ওডাফা। সাফল্য একশো শতাংশেরও বেশি। সেখানে দু’কোটির টোলগের পারফরম্যান্স পাতে দেওয়ার মতো নয়। ২১ ম্যাচে মাত্র ৯টি গোল রয়েছে তাঁর। এর মধ্যে বেশ কিছু ম্যাচে অবশ্য শুরু থেকে খেলেননি টোলগে।
টোলগের সঙ্গে দু’বছরের চুক্তি আছে বাগানের। অস্ট্রেলীয় স্ট্রাইকারের যা হাল তাতে কর্তারা এ বার কী করবেন? অর্থ-সচিব দেবাশিস দত্ত বললেন, “আমাদের মাথার ওপর অবনমনের খাঁড়া ঝুলছে, আমরা এখন সেটা নিয়েই বেশি ভাবছি। টোলগেকে নিয়ে নয়।” তিনি এড়িয়ে গেলেও ক্লাবে কিন্তু জোর গুঞ্জন, এত টাকা দিয়ে, নাটক করে টোলগেকে এনে কী লাভ হল?
অনিশ্চিত: বাগান প্র্যাক্টিসে টোলগে। বুধবার। —নিজস্ব চিত্র
শুধু টোলগেই নন, ডার্বির আগে রহিম নবি, স্নেহাশিস চক্রবর্তীর চোট নিয়েও চিন্তিত মোহন কোচ। দু’জনেরই পেশিতে চোট রয়েছে। অনুশীলনের পর স্টেডিয়াম ছাড়ার আগে দুই ফুটবলারই বলে গেলেন, “খেলার সম্ভাবনা খুব কম বলেই মনে হচ্ছে।” আজ বৃহস্পতিবার থেকে অবশ্য শিল্টনের পুরোদমে অনুশীলনে নামার কথা। চোট-আঘাতের জন্যই বুধবার সকালে যুবভারতীতে ডার্বির মহড়ায় রীতিমতো পরীক্ষা-নিরীক্ষা চালালেন করিম। অনুশীলনে আইবরকে ব্লকার হিসেবে রেখে দল সাজিয়েছিলেন। করিম বললেন, “আইবর সব জায়গায় খেলতে পারে। হাতে কয়েক দিন সময় পাওয়া গেছে। তাই ওকে নিয়ে পরীক্ষা চালচ্ছিলাম।”
এ দিকে মোহনবাগান অধিনায়ক কিন্তু এসি মিলান বনাম বার্সেলোনা ম্যাচে তাঁর প্রিয় ফুটবলার লিওনেল মেসির দুরন্ত পারফরম্যান্স দেখার পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। বুধবার সকালেও বার্সার স্বপ্নের ফুটবলের ঘোর কাটেনি তাঁর। কোচ করিম তাঁকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আদর্শ করতে বলেছিলেন। কিন্তু রবিবারের ডার্বিতে নিজের পছন্দের ফুটবলার মেসিকেই অনুকরণ করতে চান ওডাফা। মজা করে বলেও দিলেন, “হতেও তো পারে, রবিবারের ডার্বিতে আমি মেসির স্টাইলেই গোল করে মোহনবাগানকে জিতিয়ে দিলাম।” টোলগেহীন করিমের বাগানে মেসি-রোনাল্ডো সবই যে এখন নাইজিরিয়ান গোলমেশিনই। ওডাফাকে প্রধান সেনাপতি করেই তো ইস্টবেঙ্গলকে আটকানোর যাবতীয় স্ট্রাটেজি তৈরি করতে হচ্ছে মরোক্কান কোচকে।
এ দিকে ডার্বির টিকিট এ দিনই দুই প্রধানের সহকারী কোচ-ফুটবলারদের উপস্থিতিতে প্রকাশ করল আই এফ এ। আজ থেকে তা বিক্রি হবে। টিকিটের দাম রাখা বয়েছে ৭০, ১০০, ১২০ এবং ১৫০ টাকা। ম্যাচ শুরু বিকেল সাড়ে পাঁচটায়। গত বছর শেষ রাতের ম্যাচে পায়ের চাপে আহত হয়েছিলেন বহু সমর্থক। বড় রকমের দুর্ঘটনার হাত থেকে কোনও ক্রমে বেঁচে গিয়েছিলেন দর্শকরা। এ বার কী হবে? আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “আমরা পুলিশের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা নিচ্ছি।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.