উত্তরবঙ্গ |
বিদেশি বন্দিদের
ফেরাতে উদ্যোগ |
পীযূষ সাহা, মালদহ: সাজার মেয়াদ শেষ হয়েছে। জরিমানার ১ লক্ষ টাকাও আদালতে জমা দেওয়া হয়েছে। কিন্তু জেলের বাইরে পা রাখতে পারেনি দুই শিশু, চারজন মহিলা সহ ১২ জন মায়ানমারের নাগরিক। একই ভাবে হোমে পড়ে আছে ওই দেশেরই তিন নাবালক। জেলে ও হোমে বন্দিদের দ্রুত ছেড়ে দেওয়ার আবেদন জানিয়ে মালদহের একটি মানবাধিকার সংস্থা দিল্লিতে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজির (ইউ এন এইচ সি আর) প্রধানের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের দ্বারস্থ হয়েছে। |
|
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে মারধর করে লুঠপাট চালাল ডাকাত দল। শনিবার রাতে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরে ইসলামপুর শহরের শান্তিনগর এলাকায়। এক দুষ্কৃতীকে ধরে ফেললে অন্য আর এক দুষ্কৃতীর হামলায় জখম হন ব্যবসায়ী কান্তি কুণ্ডু। তাঁকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ব্যবসায়ীর মাথা ফেটেছে। তাঁর বুকে আঘাত লেগেছে। দুষ্কৃতীরা কান্তিবাবুর ছেলেকেও বেঁধে মারধর করে। লুঠ করে কয়েক লক্ষ টাকা, কয়েক ভরি গয়না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শুরু হয় গুলির লড়াই। |
মারধর করে
ডাকাতি, ধৃত |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
সর্বদল বৈঠক চান
মোর্চা-বিরোধীরা |
কৌশিক চৌধুরী, শিলিগুড়ি: আসন্ন গ্রীষ্মের পর্যটন মরসুমে পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্র ও রাজ্যের উপস্থিতিতে সর্বদল বৈঠকের দাবি তুলল গোর্খা জনমুক্তি মোর্চার বিরোধী রাজনৈতিক দলগুলি। রবিবার গোর্খা লিগ, সিপিআরএম, গোর্খাল্যান্ড টাস্ক ফোর্সের তরফে ওই দাবি তোলা হয়েছে।
এ দিনই গোর্খা লিগের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। |
|
নিজস্ব সংবাদদাতা, শামুকতলা: সন্ধ্যা নামতে দোকানের ঝাপ বন্ধ করে বাড়ি ফিরে যাচ্ছেন ব্যবসায়ীরা। আতঙ্কে ফাঁকা হয়ে যাচ্ছে হাট বাজার। পরপর জঙ্গি হামলার ঘটনার পরে কুমারগ্রামের পাগলহাট, ঘোড়ামারা, চ্যাংমারি, বারবিসা এলাকার ছবি এ ভাবে পাল্টে গিয়েছে। রাতে বিশেষ প্রয়োজনেও কেউ বাইরে যাওয়ার কথা ভাবতে পারছেন না। বৃহস্পতিবার রাতে ঘোড়ামারা বাজার এলাকায় অসমের জঙ্গিরা অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে এক ব্যবসায়ীকে গুলি করে জখম করার ঘটনার পরে ভয় আরও জাঁকিয়ে বসেছে। |
রাতে জঙ্গি
হানার ভয় |
|
পঞ্চায়েতের প্রস্তুতি
শুরু করল কংগ্রেস |
দালাল দৌরাত্ম্য
দফতরে, ক্ষোভ |
|
অসম লড়ছে ভবানীর দল |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|