রাজ্য সরকারের পায়ের তলায় মাটি নেই, সেই কারণেই মাটি উত্সবের আয়োজন বলে কটাক্ষ করলেন সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী। রবিবার রায়গঞ্জ রেল ময়দানে শ্রিমিক সমাবেশে যোগ দিয়ে শ্যামলবাবু বলেন, “রাজ্য সরকারের পায়ের তলায় মাটি নেই। কোটি কোটি টাকা খরচ করে মাটি উত্সব করা হচ্ছে। অথচ রাজ্য জুড়ে চাষিরা সেচের জল পাচ্ছেন না। উত্সবের নামে অপচয় না করে সেই টাকা দিয়ে রাজ্য সরকারের উচিত ছিল সমস্যার সমাধান করা।” সমাবেশে রাজ্য সভাপতি অভিযোগ করেন, গত দেড় বছরে রাজ্যে চাষিরা ফসলের নায্য দাম না পেয়ে চরম লোকসানের মুখে পড়েছেন। চাষিদের আত্মহত্যার ঘটনা বাড়ছে। নতুন শিল্প, কর্মসংস্থান নেই। এনবিএসটিসি ধুঁকতে শুরু করেছে। কর্মরত ও অবসরপ্রাপ্তরা নিয়মিত বেতন, পেনশন পাচ্ছেন না।
|
মুর্শিদাবাদে দলের কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরী-সহ আরও পাঁচ বিধায়কের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বালুরঘাটে ছাত্রপরিষদ কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে আগামী বুধবার, ১৩ ফেব্রুয়ারি ১২ ঘন্টা দক্ষিণ দিনাজপুর জেলা বন্ধের ডাক দিল কংগ্রেস। রবিবার জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় জানান, বহরমপুরে জেল হেফাজতে এক কংগ্রেস কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে জেলাশাসক ডেপুটেশন না নিলে কর্মীরা বিক্ষোভ দেখান। কর্মীদের অধীরবাবু শান্ত করা চেষ্টা করেন। অথচ তাঁদের বিরুদ্ধে প্রশাসন মিথ্যা মামলা রুজু করেছে। তার অভিযোগ, “ছাত্র পরিষদ রাজ্য সভাপতি রাহুল রায়, জেলা সভাপতি সৌরভ প্রসাদ সহ ৭ জনের নামে মিথ্যা মামলা রুজু করে তাদের জেলে পাঠানো হয়।
|
কোচবিহার জেলায় সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর সদস্য সংখ্যা কমেছে। সংগঠনের দু’দিনের ষষ্ঠ জেলা সম্মেলন রবিবার শেষ হয়। ওই সম্মেলনে প্রকাশিত খসড়া রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদনে সদস্য কমে যাওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। প্রতিবেদনের ৩১ নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, গত পঞ্চম সম্মেলনের সময় সিটুর সদস্য ছিল ৩৬৮০৪ জন। ষষ্ঠ সম্মেলন তা কমে হয়েছে ২০১২৯।
|
বার অ্যাসোসিয়েশনের ১২৫ বছর পূর্তি উত্সব ঘিরে আনন্দে মেতেছে কোচবিহার শহর। শনিবার তিন দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে রাজবাড়ি স্টেডিয়াম চত্বরে। উদ্বোধন করেন হাইকোর্টের বিচারপতি সৌমিত্র পাল। ১৮৮৮ সালে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণের বদান্যয় সাগরদিঘি পাড়ে বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে দুই শতাধিক।
|
আইনবিষয়ক পরিষদীয় সচিব হওয়ায় নাগরিক সংবর্ধনা দেওয়া হলো দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক বিপ্লব মিত্রকে। রবিবার দুপুরে শহরের থানামোড়ে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে বিপ্লববাবুকে শহরের বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এই উপলক্ষে শহরে একটি বাইক মিছিলও করা হয়। সংবর্ধনা জানানো হয় জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও। |