উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
বাগদায় গ্রেফতার দুই
দাগী
দুষ্কৃতী, পাওয়া গেল
গণধর্ষণের অভিযোগও |
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: এক মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণে অভিযুক্ত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাত ১০টা নাগাদ উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা বাজার এলাকায় হেলেঞ্চা-দত্তফুলিয়া সড়কে তারা ধরা পড়ে। ধৃত আকাশ মণ্ডল ও সুফল মণ্ডলের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, ও গুলিভর্তি একটি পাইপগান উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাগদা থানায় খবর আসে দুই গাঁজা পাচারকারী নদিয়া থেকে হেলেঞ্চায় আসছে গাঁজা বিক্রি করতে। |
|
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: এলাকার এক মেধাবি ছাত্রকে ‘খুন’ করা হয়েছে এই অভিযোগে এবং সেই ‘খুনে’ দোষীদের শাস্তির দাবিতে রেল অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বসিরহাট ও ভ্যাবলা স্টেশনের মধ্যে ধোপাপাড়া রেল গেটের কাছে। এর ফলে হাসনাবাদ-বারাসত শাখায় প্রায় দু’ঘন্টা রেল চলাচল বন্ধ থাকে। |
ছাত্র ‘খুনে’
দোষীদের
শাস্তির
দাবিতে রেল অবরোধ |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
দাম মিলছে, আপাতত রাজ্যে আলুচাষিদের মুখে চওড়া হাসি |
|
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া: এ বার বেশি জমিতে চাষ হওয়ায় আলুর দাম পাওয়া নিয়ে চিন্তিত ছিলেন রাজ্যের কৃষি দফতরের কর্তারা। কিন্তু চাষিমহলে এখন খুশির হাওয়া। কেননা, বাজারে আসতে শুরু করেছে ‘জলদি আলু’। আর তার ভাল দামও মিলছে। তবে, খেতের আলু এখনও পুরোপুরি ওঠেনি। তা উঠলে পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়ে চাষিদের কেউ কেউ সংশয়ে থাকলেও আলু ব্যবসায়ীরা মনে করছেন, শুরুর পরিস্থিতি দেখে অনেকটাই বিচার করা যায়। |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ডানলপ-কর্তৃপক্ষকে ১০ কোটি টাকা জমা দিতে শুক্রবার পর্যন্ত সময় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। না-হলে ডানলপ-কর্তৃপক্ষের আবেদন খারিজ হয়ে যাবে এবং অফিসার লিকুইডেটর ডানলপের সম্পত্তি বিক্রির কাজ শুরু করে দেবেন বলে বুধবার বিচারপতি গিরীশচন্দ্র গুপ্ত ও বিচারপতি তরুণ দাসের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে। ওই সম্পত্তি বিক্রি করে ১৬টি পাওনাদার সংস্থা ও শ্রমিকদের বকেয়া টাকা মেটানো হবে। |
এ বার ১০ কোটি না দিলে
ডানলপের সম্পত্তি বিক্রি |
|
ধনেখালিতে কংগ্রেসের মঞ্চে নিহতের
স্ত্রী, তৃণমূল বিধায়কের শাস্তি দাবি |
|
টুকরো খবর |
|
|