টুকরো খবর
শ্রমিকদের মারধরের অভিযোগ, ধৃত
একটি জমিতে পাঁচিল দেওয়াকে ঘিরে গোলমালের জেরে কয়েক জন শ্রমিককে মারধরের অভিযোগ উঠল আরামবাগের মনসাতলা গ্রামের কয়েক জন বাসিন্দার বিরুদ্ধে। বুধবার দুপুরে ওই ঘটনায় মন্টু সিংহরায় নামে এক গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রামবাসীদের পক্ষ থেকে অবশ্য শ্রমিকদের বিরুদ্ধে তাঁদের মারধরের পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুলিশ জানায়, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। নিজেকে প্রায় আট বিঘা ওই জমির মালিক দাবি করে গ্রামের ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, “গত বছর নভেম্বরে জমিটি কিনি। তখন থেকেই জায়গার দখল পাচ্ছিলাম না। কলকাতা হাইকোর্টে জানাই। হাইকোর্টের রায়েই এ দিন জায়গাটি ঘিরতে গিয়েছিলাম। কিন্তু শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দেওয়া হল।” গ্রামবাসীদের দাবি, দীর্ঘ ৮০ বছর ধরে তাঁরা খেলার মাঠ হিসেবেই জমিটি ব্যবহার করছেন। জমিটি আসলে দ্বারকেশ্বর নদীর চর। ব্যক্তি-মালিকানাধীন নয়। সেই কারণেই এ দিন অবৈধ ভাবে পাঁচিল দেওয়ার বিরোধিতা করা হয়। এ দিকে, ওই জমিতে বিনা অনুমতিতে নির্মাণকাজ হচ্ছিল, এই অভিযোগ তুলে আরামবাগ পুরসভার পক্ষ থেকে তা বন্ধের ব্যবস্থা করার জন্য মহকুমাশাসকের কাছে এ দিনই আবেদন জানানো হয়। প্রশাসন সূত্রের খবর, মহকুমাশাসক (আরামবাগ) অরিন্দম রায় ওই জমিতে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে ১৪৪ ধারা জারি করেন।

জেল পালানো বন্দি অধরা
সাইরেন বাজিয়ে, তল্লাশি চালিয়েও বুধবার সন্ধ্যা পর্যন্ত হুগলি জেল থেকে পালিয়ে যাওয়া বন্দি রাজু দাসের খোঁজ পেল না পুলিশ। মঙ্গলবার রাত ১০টা নাগাদ সে পালায়। জেলা পুলিশ সূত্রের খবর, জেলের ভিতরে জলের পাইপ লাইনের কাজ করছে পূর্ত দফতর। এ জন্য পাইপ, বাঁশ-সহ অন্যান্য জিনিস মজুত রাখা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, মঙ্গলবার রাতে তেমনই একটি পাইপ এবং বাঁশ নিয়ে দক্ষিণ-পশ্চিম দিকের একটি সেগুন গাছে চড়ে বসে ৪১ বছরের রাজু। এর পরে পাইপ ও বাঁশ গাছের সঙ্গে আড়াআড়ি ভাবে পাঁচিলের উপর রাখে। তার পরে বাঁশ-পাইপ বেয়ে ২০ ফুট উঁচু পাঁচিল টপকে নীচে নেমে পালায়। খুনের অভিযোগ রয়েছে কল্যাণীর বিধান পল্লির বাসিন্দা রাজুর বিরুদ্ধে। ন’বছর ধরে সে হুগলি জেলে বন্দি ছিল। তবে, রাজু একাই সকলের অলক্ষ্যে জেলের ভিতর থেকে অনায়াসে চম্পট দিল, না কি এর পিছনে জেলের ভিতরের কারও হাত রয়েছে, তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই জেলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আঙুল উঠছে নানা মহলের। যদিও গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে জেল কর্তৃপক্ষ। জেলা পুলিশের এক কর্তা বলেন, “প্রত্যেক থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে। ওই আসামীর খোঁজে তল্লাশি চলছে।”

উলুবেড়িয়ায় রথ

স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশন এবং কাকুঁড়গাছির রামকৃষ্ণ যোগোদ্যানের উদ্যোগে পথে নেমেছে ‘বিবেক রথ’ (শাশ্বত ভারত)। বুধবার এই রথ এল উলুবেড়িয়ায় পানপুর মোড়ে। সেই উপলক্ষ্যে এ দিন অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় স্কুল-কলেজের ছাত্র ছাত্রী ও ক্লাবের সদস্যরা। ছিল বনার্ঢ্য শোভাযাত্রা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.