নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
ফের এলাকার তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ‘উপযুক্ত শাস্তি’র দাবি তুললেন ধনেখালিতে পুলিশ হেফাজতে মৃত কাজি নাসিরুদ্দিনের স্ত্রী মনুজা বিবি। বুধবার চুঁচুড়ার ঘড়ির মোড়ে কংগ্রেসের সভামঞ্চে দাঁড়িয়ে তিনি ওই দাবি তোলেন।
কিছু দিন আগে থানার মধ্যে পুলিশের মারে তৃণমূল কর্মী কাজি নাসিরুদ্দিনের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তাল হয়েছিল ধনেখালি। মনুজা বিবি অভিযোগ তোলেন, অসীমাদেবীর অঙ্গুলিহেলনেই তাঁর স্বামীকে পিটিয়ে মারে পুলিশ। অসীমাদেবী বা পুলিশ প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করছেন। কিন্তু কংগ্রেস বিষয়টি নিয়ে আন্দোলনে নামে। মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবিতে রাজ্যপালের কাছে দরবারও করেছে কংগ্রেস।
বুধবার ওই ঘটনার প্রতিবাদেই চুঁচুড়ায় সভা করে কংগ্রেস। উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান প্রমুখ। সেখানেই মনুজা বলেন, “অসীমা পাত্রের নির্দেশেই পুলিশ আমার স্বামীকে পিটিয়ে মারে। সঠিক বিচার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক বিধায়ককে। দোষী পুলিশকর্মীদেরও শাস্তি চাই।” রেল প্রতিমন্ত্রী বলেন, “বিধানসভা ভোটের আগে রিজওয়ানুরের মৃত্যু নিয়ে আন্দোলন করেছিলেন তৃণমূল নেত্রী। এখন নাসিরুদ্দিনের মৃত্যু নিয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই।” তাঁর সংযোজন, “ধনেখালির স্বামীহারা এক বোন সুবিচারের আশায় জনসমক্ষে বিধায়কের শাস্তির দাবি জানালেন। দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) বলব বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে।” রাজ্যের পুলিশ-প্রশাসনকেও একহাত নিতে তিনি ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী। প্রদীপবাবু বলেন, “মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে সঠিক বিচার দেবেন না। তাই সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।” আসন্ন পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান কংগ্রেস নেতারা।
চুঁচুড়ার সভার আগে শেওড়াফুলিতে রেলের একটি অনুষ্ঠানে যান অধীর। সেখানে শেওড়াফুলি-তারকেশ্বরের মধ্যে নতুন লোকাল ট্রেনের সূচনা করেন তিনি। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, আজ, বৃহস্পতিবার থেকে দু’জোড়া ট্রেন চলবে শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে। শেওড়াফুলি থেকে ট্রেন ছাড়বে সকাল সোয়া পাঁচটা এবং রাত ৯টা ১০ মিনিটে।
অন্য দিকে, তারকেশ্বর থেকে ট্রেন ছাড়বে ভোর সোয়া ৪টে এবং রাত ১০টায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সিপিএম সাংসদ শক্তিমোহন মালিক। তৃণমূলের কোনও সাংসদ বা বিধায়ককে দেখা যায়নি। স্বল্প দৈর্ঘ্যের এই লোকাল ট্রেন চালুর জন্য অধীরবাবুকে অভিনন্দন জানান শক্তিমোহনবাবু। |