টুকরো খবর
মন্দিরে চুরি
দরজার তালা ভেঙে মন্দিরে ঢুকে অলঙ্কার-সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের ঘোড়ারস বাজার-সংলগ্ন একটি কালী মন্দিরে। মন্দির কর্তৃপক্ষের দাবি, বিগ্রহের বেশ কয়েক ভরি সোনা-রুপোর গয়না, প্রণামীর বাক্স, এমনকী পুজোর সরঞ্জাম পর্যন্ত নিয়ে গিয়েছে চোরেরা। বুধবার সকালে ঘটনার খবর পেয়ে পুলিশ আসে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পথ দুর্ঘটনায় মৃত ১
পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। আহত হয়েছেন পাঁচ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মেরুদন্ডী গ্রামে ওল্ড সাতক্ষীরা রাস্তার পাশে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লুৎফার আলি(৪৫)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার দলুয়াখাঁকি গ্রামে। ঘটনার পর বুধবার সকালে এলাকায় দফায় দফায় রাস্তা অবরোধ করা হয়।

বৃদ্ধের দেহ উদ্ধার
এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে বনগাঁর জামতলা এলাকা থেকে উদ্ধার ওই বৃদ্ধের পরিচয় জানাতে পারেনি পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, ওই বৃদ্ধ হেরোইন আসক্ত ছিলেন। সম্ভবত সেই কারণেই মৃত্যু হয়েছে।

বাড়িতে মিলল বোমা
একটি বাড়ি থেকে ২৮টি তাজা বোমা ও বোমা তৈরির মশলা আটক করল পুলিশ। বুধবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার খেজুরের পোল গ্রামে বাড়ির মালিক ইনতাজ মোল্লা ও ছেলে মসিবুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

বাসন্তীতে পিঠে-পুলি উৎসব
ছবি: সামসুল হুদা।
বাসম্তীর কুলতলিতে শুরু হয়েছে দু’দিনের পিঠে-পুলি উৎসব। এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে১২৫ রকমের পিঠের সম্ভার নিয়ে প্রদর্শনীতে আসেন প্রায় ১০০ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা। সংস্থার সম্পাদক লোকমান মোল্লা বলেন, “সুন্দরবনের নারকেল ও দুধ থেকে বিভিন্ন ধরনের পিঠে-পুলি তৈরি করিয়ে ভারত তথা আন্তর্জাতিক বাজারে যাতে ছড়িয়ে দেওয়া যায়, সেই জন্যেই এই প্রয়াস।”

পরিবর্তনের ছড়া
অনুরোধ করেছিল কৃষকসভা। আশুতোষ কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভঙ্কর চক্রবর্তী লেখেন ‘পরিবর্তনের ছড়া’ কবিতার বই। বুধবার লেখকের অনুরোধে ভাঙড়ে নিজের বাড়িতে বইটি প্রকাশ করলেন রেজ্জাক মোল্লা। লেখকের কথায়, “পরিবর্তনের সরকারের ১৯ মাসের শাসনে ৭৮ জন কৃষক ফসলের ন্যায্য দাম না পেয়ে আত্মহত্যা করেছেন। ৪০ জন শিক্ষক খুন হয়েছেন। বেড়েছে ধর্ষণ, নারী নির্যাতন। এ সব নিয়ে সরকারের প্রতিক্রিয়া ভাল নয়। একটা ‘নেই’ শাসনের রাজ্য চলছে। এ সব নিয়ে আমার ক্ষোভ, উদ্বেগ ছড়ায় প্রকাশ করেছি।” রেজ্জাক বলেন, “ওদের স্লোগান ছিল ‘বদলা নয়, বদল চাই’। কিন্তু কী হয়েছে, তা মানুষ বুঝতে পারছেন। মানুষ দিশাহারা, ঘরছাড়া, জীবিকাচ্যুত হচ্ছেন। এই সময় শুভঙ্করবাবুর বইটি তাৎপর্যপূর্ণ।”

জেলে অনশন শুরু আরাবুল ইসলামের
জামিনের দাবিতে জেলে আমরণ অনশন শুরু করলেন আরাবুল ইসলাম। বুধবার সকালে জেলের খাবার খাননি ভাঙড়ের ওই তৃণমূল কংগ্রেস নেতা। জেল সূত্রে খবর, খাবার ফিরিয়ে দিয়ে আরাবুল জেল কর্তৃপক্ষকে জানিয়ে দেন, জামিন না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। জেলের এক কর্তা বলেন, “আরাবুল ইসলাম আগে থেকেই আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের হাসপাতালে রয়েছেন। অনশন শুরু করার পরে তাঁর স্বাস্থ্যের উপরে বাড়তি নজর দেওয়া হচ্ছে।” ভাঙড়ের বামনঘাটায় গত ৮ জানুয়ারি হাঙ্গামার ঘটনায় মঙ্গলবার হাইকোর্টে আগাম জামিন পান সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সাত্তার মোল্লা। কিন্তু ওই দিনই আলিপুর দায়রা আদালতে জামিন খারিজ হয়ে যায় তৃণমূলের প্রাক্তন বিধায়কের। জেল সূত্রে খবর, মঙ্গলবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন আরাবুল। এ দিন সকাল থেকে খাওয়া-দাওয়া বন্ধ করে দেন। জেলকর্মীদের জানিয়ে দেন, তিনি আজ থেকে অনশন শুরু করেছেন। প্রয়োজনে জামিনের দাবিতে তিনি আত্মাহুতি দিতেও প্রস্তুত বলে এ দিন জানিয়ে দেন আরাবুল। আরাবুলের অনশনের খবর শোনার পরে সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, “উনি জেলে অনশন করছেন। আর ওই একই মামলায় মোমিনুল মোল্লা, প্রদীপ মণ্ডলের মতো ভাঙড়ের তৃণমূল নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। জেলে, আদালতে তাঁদের নেতার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। অথচ, তাঁদের গ্রেফতার করা হচ্ছে না। এটাকে নাটক ছাড়া আর কী-ই বা বলব!”

জয়নগরে গণধর্ষণ
নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল জয়নগরের নিমপীঠের বদ্যরায়পাড়া এলাকায়। মথুরাপুরে ঠাকুমার বাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়ি ফিরছিল ওই ছাত্রী। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানানো হয়েছে, এলাকার তিন যুবক ছাত্রীর পথ আটকায়। দু’জন পাশের মাঠে তাকে ধর্ষণ করে। অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) কঙ্করপ্রসাদ বারুই বলেন, “ওই ছাত্রীকে পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়। গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.