|
|
|
|
ছাত্র ‘খুনে’ দোষীদের শাস্তির দাবিতে রেল অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
এলাকার এক মেধাবি ছাত্রকে ‘খুন’ করা হয়েছে এই অভিযোগে এবং সেই ‘খুনে’ দোষীদের শাস্তির দাবিতে রেল অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বসিরহাট ও ভ্যাবলা স্টেশনের মধ্যে ধোপাপাড়া রেল গেটের কাছে। এর ফলে হাসনাবাদ-বারাসত শাখায় প্রায় দু’ঘন্টা রেল চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের ছোট জিরাফপুরের বাসিন্দা সৌমেন দাস মুর্শিদাবাদের জলঙ্গির একটি বেসরকারী পলিটেকনিক কলেজে পাঠরত ছিল। কলেজ হোস্টেলেই থাকত সে। রবিবার রাতে হোস্টেল কর্তৃপক্ষ সৌমেনের বাড়িতে ফোন করে জানায়, সৌমেন অসুস্থ। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। যদিও কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে,নেশা করার কারণেই মৃত্যু হয়েছে সৌমেনের। মৃতের পরিবারের দাবি, সৌমনের সহপাঠীরা তাঁদের ফোন করে জানিয়েছিল যে সৌমেনকে ‘র্যাগিং’ করার জন্যই সে অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনায় দোষিদের শাস্তির দাবিতে বুধবার সকাল থেকেই স্থানীয় ধোপাপাড়ার কাছে ছবি, প্ল্যাকার্ড নিয়ে অবরোধ শুরু করে সাধারণ মানুষ। অবরোধকারীদের পক্ষে দীপ সরকার বলেন, “কলেজ কর্তৃপক্ষ সৌমেনের মৃত্যুর বিষয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে। খুনের অভিযোগ করা সত্বেও এখনও একজনকেও গ্রেফতার করা হয়নি। আমরা এই ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানাচ্ছি।” অবরোধকারীরা এরপর ছাত্র ছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবার হুমকি দিয়েছেন।
এ দিনের রেল অবরোধের ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। তারা এ দিনের অবরোধের ইস্যুর প্রতি সহমত হলেও হঠাৎ অবরোধের বিরোধিতা করেছেন। |
|
|
|
|
|