|
|
|
|
বাগদায় গ্রেফতার দুই দাগী দুষ্কৃতী, পাওয়া গেল গণধর্ষণের অভিযোগও |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
এক মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণে অভিযুক্ত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাত ১০টা নাগাদ উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা বাজার এলাকায় হেলেঞ্চা-দত্তফুলিয়া সড়কে তারা ধরা পড়ে। ধৃত আকাশ মণ্ডল ও সুফল মণ্ডলের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, ও গুলিভর্তি একটি পাইপগান উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাগদা থানায় খবর আসে দুই গাঁজা পাচারকারী নদিয়া থেকে হেলেঞ্চায় আসছে গাঁজা বিক্রি করতে। সেই মতো পুলিশ হেলেঞ্চা-দত্তফুলিয়া সড়কে ফাঁদ পাতে। মোটর সাইকেলে করে ওই দুই দুষ্কৃতী আসতেই তাদের ধরা হয়। ধৃতদের জেরা করার পর পুলিসের দাবি, দুজনেই দাগী দুষ্কৃতী। উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বাগদা, কৃষ্ণগঞ্জ, বগুলা, হাঁসখালি, দত্তফুলিয়া প্রভৃতি এলাকায় তারা চুরি করে বেড়াত। এর আগে শুল ধরা পড়ে জেলও খেটেছে। তার বাড়ি বাগদার বৈকোলা গ্রামে। যদিও ইদানীং সে কৃষ্ণগঞ্জে থাকত। আকাশের বাড়ি হাঁসখালি থানার বগুলা কলেজপাড়ায়। বিভিন্ন এলাকায় রঞ্জিত, সবুজ, বিজয় ইত্যাদি ছদ্মনামে সে দুষ্কর্ম করত।
পুলিশের এক পদস্থ কর্তা জানান, ধৃতদের কাছ থেকে বল্লমের মতো দেখতে একটি ফোল্ডিং লাঠি উদ্ধার হয়েছে। সম্ভবত ওটা দিয়েই তারা তালা ভেঙে, সিঁদ কেটে চুরি করত।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত দু’জনের বিরুদ্ধে বাগদার এক মাধ্যমিক পরীক্ষার্থীকে গণ ধর্ষণের অভিযোগও রয়েছে। ঘটনাচক্র মঙ্গলবার দুপুরেই ওই কিশোরী ওই দু’জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ধৃতদের জেরা করার সময় পুলিশ এই ঘটনাও জানতে পারে। কিশোরীর অভিযোগ, কালীপুজোর রাতে সে তার কাকীমার সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল। রাত ১০টা নাগাদ বাড়ি ফেরার পথে ওই দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে কুমোরখোলা শ্মশানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তারাই তাকে তার গ্রামে ছেড়ে দিয়ে যায়। এমনকী পুলিশের জানালে খুনের হুমকিও দেয়। পরিবারের তরফে জানানো হয়েছে, ওই ঘটনার পর থেকে নাগাড়ে মোবাইল ফোনে তাদের সঙ্গে দেখা করার জন্য নাবালিকাকে হুমকি দেওয়া হচ্ছিল। বাধ্য হয়ে তাঁরা মঙ্গলবার পুলিশকে সব জানান। ওই কিশোরীর মেডিক্যাল পরীক্ষার ব্যবস্খা করেছে পুলিশ। |
|
|
|
|
|