উত্তরবঙ্গ |
বকেয়ায় কাজ ছাড়ার হুমকি
পাম্প অপারেটরদের |
নিজস্ব প্রতিবেদন: শুধু কোচবিহার জেলাই নয়, মালদহ ও দুই দিনাজপুরের জনস্বাস্থ্য কারিগরি দফতরের (পিএইচই) ঠিকাদার নিযুক্ত অস্থায়ী পাম্প কর্মীদেরও কার্যত একই অবস্থা। তিন জেলার ওই কর্মীরা গত ১৪ মাস ধরে নিয়মিত বেতন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তিন জেলায় ২০০ ছোট পাম্প ও চারটি বড় পাম্পের জন্য ঠিকাদার নিযুক্ত ৪ শতাধিক কর্মী আছেন। ওই তিন জেলায় ৪২ জন ঠিকাদার সংস্থার পাম্প চালানোর কাজে নিযুক্ত আছেন। তাঁদের মাধ্যমেই অস্থায়ী পাম্প অপারেটরেরা কাজ করে থাকেন। এই অবস্থা চলতে থাকলে দায়িত্ব ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছেন পাম্প অপারেটরা। |
|
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: কোচবিহার জেলায় বিভিন্ন সরকারি দফতর-সহ সাধারণ গ্রাহকদের কাছে বকেয়া বিদ্যুৎ বিল দাঁড়িয়েছে ১০ কোটি টাকা। ওই বকেয়া বিল জমা দেওয়ার জন্য মাইকে প্রচার শুরু হয়েছে। সেই সঙ্গে সরকারি দফতর ও গ্রাহকদের কাছে নোটিস পাঠানোর কাজও শুরু করেছে বিদ্যুৎ বন্টন কোম্পানি। সংস্থার কোচবিহারের ডিভিশনাল ম্যানেজার বিষ্ণু দত্ত বলেন, “সরকারি ও বেসরকারি গ্রাহকদের কাছে বকেয়া থাকা বিলের টাকা উদ্ধারের অভিযান শুরু হয়েছে। মাইকে প্রচারের পাশাপাশি প্রত্যেককে নোটিসও পাঠানো হচ্ছে।” বিদ্যুৎ বন্টন কোম্পানি সূত্রে জানা গিয়েছে, বকেয়া বিলের বেশিরভাগ পুরসভা সহ বিভিন্ন সরকারি দফতরের। |
বকেয়া দশ কোটির
বিদ্যুতের বিল |
|
নিখোঁজের দেহ উদ্ধার রায়গঞ্জে |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
সিপিএমের ভোট
পেল কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: গোপন ব্যালটে গ্রাম পঞ্চায়েত প্রধান নির্বাচনের ভোটাভুটির পর দেখা গেল সিপিএমের ভোট পেল কংগ্রেস। শুক্রবার দুপুরে ফাঁসিদেওয়ার বিধাননগর ১ গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। দলেরই এক সদস্যকেই ৭-৬ ভোটে হারিয়ে নতুন প্রধান নির্বাচিত হয়েছেন কংগ্রেসের পীযূষ সিংহ। তবে ভোটের ফল বার হওয়ার পরেই বোঝা যায়, সিপিএমের সদস্যরা কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়েছেন। বিষয়টি নিয়ে বিধানগরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। দার্জিলিং জেলা সিপিএমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরণের কোনও নির্দেশ দল দেয়নি। |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে এক ব্যবসায়ীর ছেলেকে এলোপাথারি ছুরি মেরে জখম করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে প্রধাননগর থানার শালবাড়ি সংলগ্ন এলাকায়। পুলিশ জানায়, আহত যুবকের নাম অভিষেক জৈন। তাঁর বাড়ি দার্জিলিংয়ের জোড়বাংলো এলাকায়। শিলিগুড়ি থানার পাঞ্জাবিপাড়াতেও তাঁর একটি বাড়ি রয়েছে। তাঁকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মুখে, গলায়, বুকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। অভিষেকের বাবা পদমবাবু খাদ্য সরবরাহ দফতরের ডিস্ট্রিবিউটর। |
অপহরণে ব্যর্থ হয়ে
ছুরি যুবককে |
|
পথ সারাতে বৈঠক মন্ত্রীর |
|
টুকরো খবর |
|
সংস্কৃতি যেখানে যেমন |
|
চিত্র সংবাদ |
|
|