অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে এক ব্যবসায়ীর ছেলেকে এলোপাথারি ছুরি মেরে জখম করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে প্রধাননগর থানার শালবাড়ি সংলগ্ন এলাকায়। পুলিশ জানায়, আহত যুবকের নাম অভিষেক জৈন। তাঁর বাড়ি দার্জিলিংয়ের জোড়বাংলো এলাকায়। শিলিগুড়ি থানার পাঞ্জাবিপাড়াতেও তাঁর একটি বাড়ি রয়েছে। তাঁকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মুখে, গলায়, বুকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। অভিষেকের বাবা পদমবাবু খাদ্য সরবরাহ দফতরের ডিস্ট্রিবিউটর। এ ছাড়াও তাঁর একাধিক ব্যবসা রয়েছে। দুষ্কৃতীরা অভিষেকের গাড়িতেই তাঁকে তুলে নিয়ে গিয়ে ছুরিকাহত করে বলে অভিযোগ। সকালে সুকনা থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ।
শিলিগুড়ি পুলিশ কমিশনার আনন্দ কুমার বলেন, “ওই যুবককে তাঁর গাড়িতেই দুষ্কৃতীরা তুলে নিয়ে পাঁচ লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ করা হয়েছে। পরে তাঁকে ছুরি মেরে জখম করা হয় বলে ওই পরিবারের তরফে জানানো হয়েছে। একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” পুলিশ সূত্রের খবর, দুষ্কৃতীদের চিহ্নিত করতে শহরের বিভিন্ন মোড়ে লাগানো ক্লোজড সার্কিট টিভির সাহায্য নিচ্ছেন তদন্তকারী অফিসাররা। অপহরণের চেষ্টা হলে তাঁকে জখম করা হল কেন তা নিয়ে ধন্দে পড়েছে পুলিশ। অভিষেকের গাড়ি এবং তার ভিতরে থাকা প্রায় ২০ হাজার টাকার জামাকাপড়ের কোনওটাই নেয়নি দুষ্কৃতীরা। সেক্ষেত্রে দুষ্কৃতীদের অন্য কোনও ছক ছিল কি না তা খতিয়ে খেছে পুলিশ। অভিষেকের দিদি পায়েলদেবী জানান, অভিষেকের ফ্ল্যাট এবং পায়েলদেবীর বাড়ি পাঞ্জাবী পাড়াতে প্রায় পাশাপাশি। ওই দিন রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিষেক তাঁর স্ত্রীকে নিয়ে পায়েলদেবীর বাড়িতে ছিলেন। সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে নিজের ফ্ল্যাটে স্ত্রীকে রেখে কিছু জিনিসপত্র কেনার জন্য বের হন। তিনি সেবক রোডের একটি হোটেলে গিয়ে ব্যক্তিগত কাজ সেরে রাত ১১টা নাগাদ কোর্ট মোড়ে যান। সেখানে একটি দোকান থেকে ওষুধ কিনে তিনি সেবক রোড ধরে বাড়ির ফেরার পথে পথে পানিট্যাঙ্কি মোড় এলাকায় একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম কাউন্টারের সামনে দাঁড়ান। সেই সময় দুই দুষ্কৃতী তাঁর গাড়িতে ঢুকে তা স্টার্ট দেয়। অভিষেক বাধা দেওয়ার চেষ্টা করলে ছুরি বের করে ভয় দেখিয়ে তাঁকে গাড়িতে তুলে নেওয়া হয় বলে অভিযোগ।
পায়েলদেবী বলেন, “গাড়ি নিয়ে হিলকার্ট রোড ধরে দার্জিলিং মোড় ধরে সুকনার দিকে অভিষেককে নিয়ে যাওয়া হয়। গাড়িতেই তাঁর কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়। তা দিতে রাজি না হওয়ায় তাঁর গলায়, বুকে, মুখে ছুরি দিয়ে আঘাত করে খুনের চেষ্টা করা হয়।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১২টা নাগাদ শালবাড়িতে রক্তাক্ত অবস্থায় স্থানীয় দীপক শর্মার বাড়ির সামনে গিয়ে চিৎকার শুরু করেন অভিষেক। দীপকবাবু ও তাঁর স্ত্রী ঘর থেকে বেরনোর পরে গাড়ি নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিষেককে হাসপাতালে ভর্তি করেন। অভিষেককে পুলিশকে জানিয়েছেন, তিনি গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দীপকবাবুর বাড়ির সামনে যান। অভিষেকের মা সুশীলা দেবী বলেন, “ছেলে দুষ্কৃতীদের আবার দেখলে চিনতে পারবে বলে জানিয়েছে। তাঁর সুস্থ হওয়ার অপেক্ষা করছি।” |