রাস্তা সংস্কারের কাজে গতি আনার লক্ষ্যে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অফিসে ওই বৈঠক হয়। সেখানে জলপাইগুড়ির জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক রাজকুমার চৌধুরী, পঙ্কজ চৌধুরী, ডিভিশনাল কমিশনার অমরেন্দ্র কুমার সিংহ, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব, ধূপগুড়ি পুরসভার চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গৌতমবাবু বলেন, “জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। কিন্তু যেভাবে সংস্কার করা হচ্ছে তাতে দ্রুত ফের রাস্তা খারাপ হয়ে যাবে। রাস্তা আরও মজবুত করে করার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের বলা হয়েছে। তাঁরা আশ্বাস দিয়েছেন।” পাশাপাশি তিনি বলেন, “দ্রুত ওই রাস্তা সংস্কার না হলে তা মেনে নেওয়া হবে না।” এ দিন সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, পরিবার ভিত্তিক সমীক্ষা করা জানা গিয়েছে ঢেকলাপাড়া চা বাগানে ১৭ বাসিন্দা রক্তাল্পতা, যক্ষা সহ নানা রোগে ভুগছেন। আজ, শনিবার ওই ১৭ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। তার সমস্ত খরচ বহন করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। প্রয়োজনে রোগীদের কলকলাতায় নিয়ে যাওয়া হবে বলে তিনি জানান। এ ছাড়া ওই বাগানের দ্বিতীয় ডিভিশনে জল ও বিদ্যুতের ব্যবস্থার করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। ১৭ জানুয়ারি খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রী জৌতিপ্রিয় মল্লিক উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে বৈঠক করবেন। সেখানে চা বাগানের খাদ্য সরবরাহের বিষয় নিয়ে আলোচনা হবে।
প্রতিবাদ মিছিল। দিল্লি-কাণ্ডের প্রতিবাদে মিছিল করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশ। শুক্রবার সন্ধ্যায় আইন বিভাগের সামনে থেকে মোমবাতি মিছিল বের হয়। বিশ্ববিদ্যালয় চত্বর ও লাগোয়া এলাকায় ঘোরেন পড়ুয়ারা। |