টুকরো খবর
লাঠির ঘায়ে খুন ভাইকে
খুনসুটি করে টুপি টেনে খুলে নেওয়ার জন্য ছোট ভাইকে লাঠি দিয়ে মেরে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ডুয়ার্সের বানারহাট থানার গয়েরকাটা বাগান এলাকায় ঘটনাটি ঘটে। হতের নাম অমিত কুজুর (১৪)। ভাইকে খুনের অভিযোগে দাদা টারসিউস কুজুরকে রাতে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গয়েরকাটা চা বাগানের বাঁশ লাইনের বাসিন্দা টারসিউস বৃহস্পতিবার রাতে বাজারে থেকে ফিরে বাড়ির উঠানে বসে ছিলেন। ওই সময় ছোট ভাই অমিত মজা করতে দাদার টুপি টেনে খুলে দেয়। এই ঘটনায় খেপে গিয়ে পাশে পড়ে থাকা মোটা লাঠি দিয়ে ভাইয়ের মাথায় আঘাত করে টারসিউস। রক্তাক্ত অমিত মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যায় হলে অভিযোগ।

তান্ত্রিককে ধরার দাবি
কুমারগ্রামে বধূর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত তান্ত্রিক গ্রেফতার না হওয়ায় বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে। চার দিন পরেও তান্ত্রিক গ্রেফতার না হওয়ার ঘটনায় পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলেছেন বাসিন্দারা। কুমারগ্রামের এক বধূর স্বামীর টিউমারের চিকিত্‌সা করে সুস্থ করার দোহাই দিয়ে তিন দিন বধূর সঙ্গে তান্ত্রিক সমরজিত্‌ সিংহ সহবাস করে বলে অভিযোগ। বধূর মায়ের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ওই বধূর স্বামী সুকুমার রায় শ্বশুর সুরেন রায় শাশুড়ি শোভারানী রায় ও ননদ দ্রৌপদী রায়কে পুলিশ আগেই গ্রেফতার করলেও ঘটনায় মূল অভিযুক্ত তান্ত্রিককে খুঁজে পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ওই তান্ত্রিক সাধুর খোঁজ পেতে অসম পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে। শীঘ্রই জেলা পুলিশের দল অসমে পাঠানো হবে।”

২১শে পঞ্চায়েতের প্রচার শুরু বিজেপির
২১ জানুয়ারি শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সভা করে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবে বিজেপি। শুক্রবার শিলিগুড়িতে তা জানান বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। ওই সভায় বিজেপি নেতা অরুণ জেটলি উপস্থিত থাকবেন। উত্তরবঙ্গের ছয় জেলা থেকে কর্মী- সমর্থকরা জনসভায় যোগ দেবেন। রাহুলবাবু অভিযোগ করেন, উন্নয়নে ব্যর্থ রাজ্য সরকার। দুর্নীতি ও মূল্যবৃদ্ধি চরম আকার নিয়েছে সে বিষয়গুলি জনসভায় তুলে ধরবেন তাঁরা।এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে রাহুলবাবু বলেন, “ধর্ষণের ঘটনা আড়াল করার চেষ্টা করছে সরকার। মুখ্যমন্ত্রী আরও কঠোর আইনের কথা বলছেন। অথচ যে আইন আছে তা প্রয়োগ করা হচ্ছে না।”

ভাষা ব্যবহারে সচেতন হওয়ার আবেদন নিরুপমের

শিলিগুড়িতে দলীয় কর্মসূচীতে যোগ দিতে নিরূপম সেন। —নিজস্ব চিত্র।
রাজনৈতিক শিক্ষাকেন্দ্র উদ্বোধনে এসে সমস্ত দলের নেতাদের ভাষা ব্যবহারে সচেতন হওয়ার আবেদন জানালেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য নিরুপম সেন। শুক্রবার দুপুরে শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে রতনলাল ব্রাহ্মণ রাজনৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন নিরুপমবাবু। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলির মধ্যে মতবিরোধ থাকতে পারে। তা নিয়ে বিতর্ক হতে পারে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে বিতর্ক হতে পারে। কিন্তু যে রাজনৈতিক ভাষা ব্যবহার করা উচিত তা থেকে অনেকেই গুরুতর বিচ্যুতি হচ্ছে। এক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে।” এদিন রাজনৈতিক শিক্ষাকেন্দ্রে অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার সহ প্রায় ২০০ জন সিপিএম নেতা-কর্মীরা অংশ নেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ
এক প্রতিবন্ধী নাবালিকার ধর্ষিতার ঘটনায় জলপাইগুড়ি জেলাশাসকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার জেলাশাসকের দফতরে ওই নির্দেশ এসেছে। শুক্রবার সরকারি অফিসারেরা ওই নাবালিকার বাড়িতে যান। পুলিশকেও প্রশাসনের তরফে মামলা শুরু করার নির্দেশ দেওয়া হয়। জলাশাসক স্মারকী মহাপাত্র জানান, আলিপুরদুয়ার ১ ব্লকের ওই নাবালিকা ও তাঁর শিশু পুত্রকে সাহায্য করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৈঠক পণ্ড
মালিক না আসায় ভেস্তে গেল বন্ধ মধু বাগান নিয়ে প্রশাসনের ডাকা বৈঠক। শুক্রবার দুপুরে আলিপুরদুয়ারের সহকারি শ্রম আধিকারিকের দফতরে মালিকপক্ষের কেউ হাজির হননি।

পাচারে ধৃত
নেশার ওষুধ পাচারের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে পানিট্যাঙ্কি ফাঁড়ি এলাকায়। ধৃতদের থেকে কাশির সিরাপ ও নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে।

চাষিদের পাশে ব্যাঙ্ক
বেশি সংখ্যক চাষিদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। জেলার বিভিন্ন প্রান্তে এ জন্য শাখা খোলা হচ্ছে।

বাউল উৎসব
বৃহস্পতিবার থেকে গজলডোবায় শুরু হয়েছে বাউল উৎসব। আজ, শনিবার তা শেষ হচ্ছে। তিন দিনের উৎসবে যোগ দিয়েছেন ১২ জন বাউল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.