সংস্কৃতি নাচ ও গানে সেরা বন্দিরা |
নাটকের মঞ্চ জয় করেছেন আগেই। এবার নাচ ও গানের শিরোপা জয় করলেন। ওঁরা প্রত্যেকে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দি। কেউ সাজাপ্রাপ্ত কারও বিচার চলছে। গত ৩ জানুয়ারি এবং ৪ জানুয়ারি ময়নাগুড়িতে আয়োজিত জলপাইগুড়ি জেলা ছাত্র যুব উত্সব তথা বিবেক উত্সবে ১৪টি দলকে হারিয়ে সমবেত নৃত্যে প্রথম এবং সমবেত সঙ্গীতে ১৩টি দলের মধ্যে সেরা হয়েছে জেল বন্দিদের দল। এর আগে শহর লাগোয়া বিভিন্ন এলাকায় বন্দিরা নাটক পরিবেশন করে প্রশংসা পেয়েছে ওঁরা। এবার প্রতিযোগিতার মঞ্চেও সফল। সর্বধর্ম সমন্বয়ের থিমে দেশাত্মবোধক গানে সমেবত গলা মিলিয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ক্ষিতিশ রায়, দুলাল বসু। গান লিখেছেন সংশোধনাগারের জেলার অনিরুদ্ধ গুপ্ত। আদিবাসী সুরে ওই গান গেয়ে ছন্দে সমেবত নৃত্যে সেরার স্থান পেয়েছেন মন্টু ওঁরাও, রমেশ কুজুররা। জেলার জানান, বন্দিরা যে পিছিয়ে নেই সেটা বোঝাতে নাটক, নাচ গানে উতসাহ দেওয়া। রাজ্য সরকার আয়োজিত ওই উত্সবে সমেবত নৃত্য, সঙ্গীত ছাড়াও ছিল রবীন্দ্র-নজরুল-অতুলপ্রসাদী সঙ্গীত, হিন্দুস্থানী কণ্ঠসঙ্গীত, ক্যুইজ সহ ১৭টি প্রতিযোগিতা। উত্সব কমিটির সদস্য অরিন্দম ভট্টাচার্য জানান, এবারের উত্সবের সেরা প্রাপ্তি ছিল জেল বন্দিদের অনুষ্ঠান। এ দিকে শিলিগুড়িতেও গত ২৯ ডিসেম্বর ৩০ ডিসেম্বর ‘পৌর ছাত্র ও যুব উত্সব’ হয়।
|
১১ জানুয়ারি আলিপুরদুয়ারে শুরু হচ্ছে ‘কালজানি নাট্য উত্সব-১৩’। সংঘশ্রী যুব নাট্য সংস্থার উদ্যোগে ১৩ জানুয়ারি পর্যন্ত আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম ইনস্টিটিউটে (মায়া টকিজ) উত্সব চলবে। উত্সবের উদ্বোধন করবেন অশোক ব্রহ্ম। তিন দিনে ফেরা, ফিঙ্গার প্রিন্ট, মানুষ, জ্যাম্বো, নাগরিক, মৃত্যু উপত্যকার মতো ১১টি নাটক অনুষ্ঠিত হবে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের নাট্য দলগুলিও উত্সবে অংশ নিচ্ছে। শেষ দিন থাকছে বাংলাদেশের ‘রংপুর নাট্য কেন্দ্র’।
|
সার্ক সংস্কৃতি ফোরামের উদ্যোগে গত ১৫ ডিসেম্বর জলপাইগুড়ির রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল আবৃত্তি-নৃত্য-বাউল গানের আসর। ফোরামের এমন উদ্যোগ এই প্রথম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দগোপাল ঘোষ, উমেশ শর্মা, সরোজ চৌধুরী সহ বিশিষ্টরা।
|
শিলিগুড়ির বাণীমন্দির রেল স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষে প্রাক্তন পড়ুয়ারা মিলিত হচ্ছেন আগামী ২৭ থেকে ২৯ জানুয়ারি। আয়োজক বাণীমন্দির আ্যলুমনি আসোসিয়েশন। সংস্থার তরফে প্রাক্তন পড়ুয়াদের কাছে যোগাযোগের আবেদন জানানো হয়েছে। |