টুকরো খবর
জমি নিয়ে বিবাদে খুঁচিয়ে খুন, ধৃত পাঁচ
জমি নিয়ে বিবাদে কাকাকে বল্লম দিয়ে খুঁচিয়ে খুন করার অভিযোগ উঠল ৫ ভাইপোর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মালদহের হরিশ্চন্দ্রপুরের দক্ষিণ তালসুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রেজাউল শেখ (৩৭)। ২৮ ডিসেম্বর বল্লমের আঘাতে জখম রেজাউলকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। শুক্রবার হরিশ্তন্দ্রপুর থানায় অভিয়োগ দায়েরের পরে অভিযুক্ত ৫ ভাইপোকে ধরেছে পুলিশ। হরিশ্চন্দ্রপুরে আইসি বিপুল বন্দোপাধ্যায় বলেন, “পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও ৭ অভিযুক্তকে খোঁজা হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের বাবা ইমাজুদ্দিন শেখের দ্বিতীয় পক্ষের ৩ ছেলের মধ্যে মৃত রেজাউল। ইমাজুদ্দিনের প্রথম পক্ষেরও ৪ ছেলে রয়েছে। বছর পাঁচেক আগে তাঁর মৃত্যুর পর থেকে জমির ভাগাভাগি নিয়ে প্রথম ও দ্বিতীয় পক্ষের ছেলেদের মধ্যে বিবাদ শুরু হয়। বাবার সব জমি প্রথম পক্ষের ভাইয়েরা দখলে রেখেছিল বলে অভিযোগ। ২৮ ডিসেম্বর বাড়ির পাশের একটি জমি ভাগাভাগি নিয়ে বিবাদে রেজাউলকে বল্লম দিয়ে মারার অভিযোগ ওঠে। গুরুতর জখম রেজাউলকে প্রথমে মালদহ ও সেখান থেকে শিলিগুড়িতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল হায়াত আলি, হবিবুর রহমান, আবদুস সামাদ, মতিউর রহমান ও আবদুল তোয়াব। ওই ঘটনায় অভিযুক্ত আরও ৭ জন পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ধৃতদের এদিন আদালতে তোলা হলে মূল অভিযুক্ত হায়াত আলি ও আব্দুস সালামকে ৩ দিন হেফাজতে নেয় পুলিশ।

আলু খেতে ‘ব্ল্যাক গ্রেন’
ঠান্ডায় আলু খেতে ‘ব্ল্যাক গ্রেন’ রোগ ছড়িয়ে পড়ায় ইসলামপুর এলাকার চাষিদের মাথায় হাত। পাতা কুঁকড়ে কালচে হয়ে যাচ্ছে। গাছের কাণ্ডেও কালো দাগ। কৃষি কর্তাদের আশঙ্কা ওই রোগের কারণে এ বার মহকুমায় আলুর উৎপাদন কমবে। ইসলামপুর মহকুমার ভারপ্রাপ্ত কৃষি আধিকারিক মানিকচন্দ্র দাস বলেন, “পাতা, কান্ড কালো হয়ে যাওয়ায় গাছের সালোক সংশ্লেষ ক্ষমতা কমবে। ওই কারণে আলুর ফলন কম হওয়ার সম্ভবনা রয়েছে।” ইসলামপুর মহকুমায় গত বছর আলু চাষ হয়েছিল ১২ হাজার হেক্টর জমিতে। এ বছর এখন পর্যন্ত সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। কিছু জমিতে চাষের কাজ চলছে। যে সমস্ত জমিতে আলুর চারা উঠেছে সেখানে রোগের প্রকোপ বেশি। শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা অজিত দাস বলেন, “এ বছর প্রায় ৩৫ বিঘা জমিতে আলু চাষ করেছি। কিছু এলাকায় কালচে হয়ে পাতা কুঁকড়ে যাচ্ছে। অন্য চাষিদের খেতের একই দশা।” কৃষি দফতরের কর্তারা জানান, শুধুমাত্র লাল জাতের আলু গাছে ওই রোগ ছড়িয়েছে। সাদা আলুতে তা দেখা যায়নি। পরিস্থিতি মোকাবিলায় চাষিদের সচেতনতার কাজ শুরু করে দিয়েছে কৃষি দফতর। জীবাণুনাশক, সার ব্যবহারে পরামর্শ দেওয়া হচ্ছে। এক কৃষি কর্তা বলেন, “ওই রোগের ফলে আলুর ফলন কম হওয়ার যথেষ্ট কারণ আছে। তামা জাতীয় ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।”

নাবালিকাকে ধর্ষণ, নালিশ
একা পেয়ে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলির বিনশিরা অঞ্চলের মাতাস পোড়াহার এলাকায়। বৃহস্পতিবার কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের নাম পরিমল সরকার। তিনি শ্বশুরবাড়িতে থাকেন। পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “ধৃতের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে কিশোরীর ডাক্তারি পরীক্ষা হয়েছে।” এ দিন ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। অভিযুক্ত ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। পুলিশ জানায়, অষ্টম শ্রেণির ছাত্রী ওই কিশোরী ঘটনার দিন ৭ বছরের ভাইকে নিয়ে বাড়িতে একা ছিল। কিশোরীর বাবা ও মা এলাকায় একটি চায়ের দোকান চালান। বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ছেলেটি ঘর থেকে পালিয়ে এক আত্মীয়কে খবর দেন। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। পুলিশ তদন্ত করেছে।

রায়গঞ্জে গুলি, জখম ব্যবসায়ী
অফিস থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন স্থানীয় একটি কেবল চ্যানেলের অন্যতম কর্ণধার। শুক্রবার সাড়ে ৮ টা নাগাদ রায়গঞ্জ শহরের নিশীথ সরণিতে ঘটনাটি ঘটেছে। জখম ব্যক্তির নাম সঞ্জীব বর্ধন। চল্লিশোর্ধ সঞ্জীববাবু এ দিন নিজের গাড়িতে চেপে নিশীথ সরণির অফিস থেকে বাড়ি ফিরছিলেন। গাড়ির চালক ছাড়া এপর এক পরিচিত ব্যক্তি সঙ্গে ছিলেন। দুষ্কৃতীরা একটি অ্যাম্বাসাডরে এসে তার গাড়ির সামনে দাঁড়ায়। দুষ্কৃতীরা নেমে সঞ্জীববাবুর গাড়িতে ভাঙচুর চালায়। নাইনএমএম পিস্তল বার করে গুলি চালায়। সঞ্জীববাবু লুটিয়ে পড়লে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ জানায় ঘটনার তদন্ত হচ্ছে।

নিখোঁজের দেহ মিলল
গাজলের নিঁখোজ গাড়ি চালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হল প্রায় ৩০ কিলোমিটার দূরের মানিকচক এলাকা থেকে। মৃতের নাম মাসেদুর রহমান (৩৩)। তিনি একটি ভাড়ার গাড়ি চালাতেন বলে পুলিশ জানিয়েছে। ১ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। ওই দিনই এক অপরিচিত ব্যক্তি রায়গঞ্জে যাওয়ার জন্য মাসেদুরের গাড়ি ভাড়া করেন। পুলিশের অনুমান দুষ্কৃতীরা চালককে খুন করে মানিকচকে ফেলে, ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে। বৃহস্পতিবার। মৃতের বুকে পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং গলাতে ফাঁসের দাগ রয়েছে। চালকের দেহ উদ্ধার হলেও গাড়িটির হদিস মেলেনি। সে কারণেই গাড়ি চুরির চক্রই ঘটনাটি ঘটিয়েছে সন্দেহ। পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে।”

হাজার বস্তা ভুট্টা লুঠ
ওয়াগন ভেঙে প্রায় এক হাজার বস্তা ভুট্টা লুঠ করল দুষ্কৃতীরা। উত্তর-পূর্ব সীমান্ত রেলে কুমারগঞ্জ রেল স্টেশনে শুক্রবার দুপুরের ঘটনা। তদন্তে যান রেল পুলিশের কর্তারা। উদ্ধার হয় লুঠ হওয়া ভুট্টার কিছু বস্তা। দুষ্কৃতীদের ধরা সম্ভব হয়নি। উত্তর-পূর্ব সীমান্ত রেলে কাটিহার এডিআরএম গোপাল কুমার বলেন, “তদন্ত শুরু হয়েছে।” এ দিন দুপুরে স্টেশনের ১০০ মিটার বাইরে কাটিহার থেকে মালদহমুখী মালগাড়ি সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে যায়। কিছু দুষ্কৃতী ওয়াগন ভেঙে ভুট্টার বস্তা লুঠ করে। আরপিএফের সামসি ফাঁড়ির ওসি রাজীবকুমার মিশ্র বলেন, “কিছু বস্তা উদ্ধার হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।”

কম্বল বিলি
নিজেই বিপিএল তালিকা ভুক্ত। তবু ফি বছর শীতে দুঃস্থদের কম্বল বিলি করেন ঝালমুড়ি বিক্রেতা গোপাল গোস্বামী। শুক্রবার সকালে আলিপুরদুয়ার চৌপথিতে মহকুমা শাসক ও পুরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে ৭০ জনকে কম্বল বিলি করেছেন তিনি। দীর্ঘদিন তিনি চৌপথি এলাকায় ঝালমুড়ি বিক্রি করেন। তাঁর আয়ের বেশিটাই ব্যয় হয় দুই ছেলে মেয়ের পড়াশোনাতে। সঞ্চয়ের কিছুটা এবং পরিচিতদের থেকে চাঁদা তুলে তিনি কম্বল বিলির খরচ যোগাড় করেন বলে জানিয়েছেন।

সরকারি খামারে চুরি
জীবাণুনাশক চুরির অভিযোগ উঠল সরকারি কৃষি খামারে। শহরের মিলনপল্লি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশকে ঘটনার কথা জানানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.