উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
জলসা-কাণ্ডে বিতর্কের ঝড়, সাসপেন্ড এক নেতা |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দলের ভাবমূর্তি উদ্ধার করতে ভাঙড়ের জলসা-খ্যাত মীর তাহের আলিকে সাসপেন্ড করলেন তৃণমূল নেতৃত্ব। তাঁকে দল থেকে বহিষ্কারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হল না। ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাঙড়ে এক জলসায় চলে স্বল্পবাস তরুণীদের উদ্দাম নাচ-গান। তাঁদের দিকে টাকাও ছোড়েন তৃণমূলের কিছু কর্মী-সমর্থক। দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সদস্য তাহের সেই জলসায় ছিলেন বলে অভিযোগ। |
|
ভোঁতা, ধারালো অস্ত্রের আঘাত মহিলার মাথায় |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মাথার সামনে ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মাথার পিছনে আর পিঠে রয়েছে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন। ছড়ে যাওয়ার চিহ্ন রয়েছে পশ্চাদ্দেশের অনেকটা অংশে। বারাসতের নিগৃহীত ও নিহত মহিলার দেহে এই তিন ধরনের আঘাতের চিহ্ন পেয়েছেন ময়না-তদন্তকারীরা।
ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে সিআইডি-র গোয়েন্দারা মনে করছেন, ভোঁতা অস্ত্রটি হাতুড়ি। সেটি ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। |
|
|
দুই জেলায় ৮টি স্কুলে ভোটে হার তৃণমূলের |
|
|
‘ডাকাতের সর্দার’
রেজ্জাক, ভাঙড়ে
মন্তব্য মানসের |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
প্রেমের ফাঁদ পেতে
চোর ধরল পুলিশ |
শান্তনু ঘোষ, কলকাতা: প্রথমে একটি মিস্ড কল। সেই সূত্র ধরেই বাক্যালাপ থেকে শুরু প্রেমালাপ। আর তাতেই কিস্তিমাত। ‘প্রেমের’ ফাঁদে পড়ে সিনেমা হলে এসেই চুরির ঘটনায় অভিযুক্ত প্রেমিকের হাতে পড়ল হাতকড়া।
বর্ষবরণের রাতে এমনই প্রেমের ফাঁদ পেতে দুই চোরকে পাকড়াও করল বালি থানার পুলিশ। কয়েক দিন আগে ‘এলাকায় সাদা পোশাকের পুলিশ ছড়ানো রয়েছে, তাঁরা জানেন কে চুরি করেছে। চোর ধরা পড়বেই’ বলে রটিয়ে দিতেই যাঁর বাড়ি থেকে চুরি হয়েছিল, তাঁর বাড়ির দরজার সামনে গয়না ফেরত দিয়ে গিয়েছিল চোরেরা। |
|
জুয়া রুখতে গিয়ে পিটুনি, হাসপাতালে ২ |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বাড়ির সামনে জুয়ার বোর্ড চলায় প্রতিবাদ করেছিলেন এক যুবক। অভিযোগ, সেই ‘অপরাধে’ তাঁকে বেধড়ক মারধর করে জুয়াড়িরা। এতেই অবশ্য ক্ষান্ত হয়নি তারা। এলাকার যে সব বাসিন্দা ওই যুবককে বাঁচাতে এগিয়ে এসেছিলেন, ১০-১২ জন সশস্ত্র দুষ্কৃতীকে এনে তাঁদের কয়েক জনকে লোহার রড, বাঁশ ও হকিস্টিক দিয়ে প্রচণ্ড মারা হয়। ভাঙচুর চালানো হয় দু’টি বাড়িতেও।
বুধবার দুপুরে এই ঘটনা ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়ার কাছে হরচাঁদ মুখোপাধ্যায় লেনে। |
|
|
|
গ্রামসভার
ডায়েরি |
|
টিএমসিপি-র গোষ্ঠী সংঘর্ষে ১২ জন পড়ুয়া জখম গোঘাটে |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|