বাড়ি থেকে ডেকে গুলি করে খুন বনগাঁয় |
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বনগাঁয় থানার দেবগড় এলাকায় মঙ্গলবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নিহতের নাম বিশ্বজিৎ মানি (২৮)। বাড়ি ওই এলাকাতেই। গরু পাচারে বিশ্বজিৎ ‘লাইনম্যান’-এর কাজ করত। সম্প্রতি ওই কাজ সে আর করত না বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ওই নিয়ে কোনও বিবাদের জেরেই এই খুন। বিশ্বজিতের বাবা দশরথবাবু কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দেবগড় এলাকায় বিশ্বজিতদের টালির বাড়ি। বিবাহিত বিশ্বজিতের ২ বছরের একটি ছেলেও রয়েছে। মা মীরাদেবী জানান, মঙ্গলবার রাত ১টা নাগাদ তিন যুবক তাঁদের বাড়িতে এসে ছেলেকে ডেকে নিয়ে যায়। ছেলে বলেছিল তাড়াতাড়ি ফিরে আসবে। রাতে আর বাড়ি ফেরেনি সে। বুধবার ভোরে প্রতিবেশী দুই মহিলা তাঁকে ছেলে খুন হওয়ার খবর জানান। বাড়ির কাছে মাঠপাড়ায় ঢালাই রাস্তার উপরে বিশ্বজিতের মৃতদেহ উদ্ধার হয়। তার কপালে ও কানের নীচে গুলির চিহ্ন ছিল। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
কেন্দ্রীয় মন্ত্রীর পরিবর্তে প্রাক্তন জেলাশাসক এবং সভাধিপতির সই থাকায় শংসাপত্র নিলেন না বেশ কিছু পঞ্চায়েত কর্মী। শংসাপত্র না নিয়েই তাঁরা ফিরে গেলেন। বুধবার বারাসত জেলা পরিষদ দফতরে এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়ে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রের খবর, ২৫ বছর ধরে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতে সদস্য হিসাবে রয়েছেন এমন ৬২ জনকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। দিন কয়েক আগে জেলা পরিষদের সচিব অদিতি ঘোষের স্বাক্ষর করা চিঠি প্রাপকদের পাঠানো হয়। এ দিন সংবর্ধনা ও শংসাপত্র নিতে তিতুমির হলে হাজির হন বেশিরভাগ সদস্য। প্রাপকদের মধ্যে ৮-১০ জনের হাতে শংসাপত্র তুলে দিয়ে চলে যান জেলাশাসক। গোলমাল বাধে তার পর। দেখা যায় প্রথম কয়েকজনের শংসাপত্রে কেন্দ্রীয় মন্ত্রীর স্বাক্ষর থাকলেও বাকিগুলিতে তা নেই। সেখানে প্রাক্তন জেলাশাসক ও সভাধিপতির সই দেখে অনেকে তা নিতে অস্বীকার করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
|
সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে ‘রয়েল বেঙ্গল টাইগার চ্যালেঞ্জ ট্রফি’ ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী হল বসিরহাট খোকাবাবু। প্রতিযোগিতা শুরু হয়েছিল ২৪ ডিসেম্বর। যোগ দেয় ১৬টি দল। হেমনগর কিশলয় সঙ্ঘ আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল হয় শুক্রবার স্থানীয় হাইস্কুল মাঠে। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ১৪৫ রান করে কালীতলা সৌম্যজিৎ সেবা সঙ্ঘ। জবাবে ১৩ ওভার ২ বলে জয়ের রান তুলে নেয় বসিরহাট খোকাবাবু। জয়ী দলের পক্ষে ৯৯ রানে অপরাজিত থেকে ফাইনাল ও প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন খোকাবাবুর বাবাই গাইন। উপস্থিত ছিলেন যোগেশগঞ্জ পঞ্চায়েতের প্রধান মুরারী মণ্ডল, মৌসুমী ভট্টচার্য, পরিমল মিস্ত্রী এবং ক্লাবের সম্পাদক বিমল মণ্ডল, সম্পাদক দীনবন্ধু মণ্ডল প্রমুখ।
|
প্রভাতফেরি, মুক্তমঞ্চের উদ্বোধন, ছাত্রছাত্রীদের পংক্তি ভোজন, নাটক ইত্যাদি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বুধবার থেকে শুরু হয়েছে গাইঘাটার আংরাইল বিদ্যামন্দিরের সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন। প্রথম পর্যায়ের অনুষ্ঠান চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘কিরণপত্রিকা’। থাকছে স্বামী বিবেকানন্দের জীবন নিয়ে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, ক্রিকেট প্রতিযোগিতা, প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান শিক্ষক সুবোধ কুমার বসু জানান, সুবর্ণজয়ন্তীতে সারা বছর ধরেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
|
শক্তিগড় হাইস্কুলের ৫০ বছর পূর্তি |
বুধবার প্রভাতফেরি দিয়ে শুরু হল বনগাঁ শক্তিগড় হাইস্কুলের ৫০ বছর পূর্তির অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র ঘোষ। উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৌশিক গুপ্ত। প্রধান শিক্ষক প্রদীপ সরকার বলেন, “বছরভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম পর্যায়ের অনুষ্ঠান চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুসংস্কার নিয়ে প্রচার, পুস্প প্রদশর্নী ইত্যাদি।”
|