|
|
|
|
‘ডাকাতের সর্দার’ রেজ্জাক, ভাঙড়ে মন্তব্য মানসের |
নিজস্ব সংবাদদাতা • ভাঙড় |
‘শব্দ সন্ত্রাস’-এ যিনি অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সেই মানস ভুঁইয়াই এ বার ‘শব্দ সন্ত্রাস’ ছাড়ানোর দোষে অভিযুক্ত। বুধবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে কংগ্রেসের সভায় বক্তৃতা করতে গিয়ে সিপিএম নেতা ও প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লাকে তিনি ‘ডাকাতের সর্দার’ বলে উল্লেখ করলেন। মানসবাবুর মন্তব্যর প্রসঙ্গে অবশ্য রেজ্জাক মোল্লার প্রতিক্রিয়া, “আমি খুশি”। তাঁর পাল্টা মন্তব্য, “ডাকাতি করতে গেলে তো সবার সামনেই করতে হয়। চোরেরা অবশ্য লুকিয়ে চুরি করে আর বিদেশে টাকা রাখে।” |
|
ভাঙড়ে দলের সভায় বক্তব্য পেশ করছেন দীপা দাসমুন্সি। —নিজস্ব চিত্র। |
সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে রাজনীতিকদের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আয়োজিত কংগ্রেসের এই সভায় এ দিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাসমুন্সি প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য, মানস ভুঁইয়া প্রমুখ। দীপাদেবী বলেন, “কেন্দ্রের টাকা মহাকরণ, জেলা প্রশাসন, পঞ্চায়েত হয়ে মানুষের কাছে পৌঁছনোর আগেই চুরি হয়ে যায়। কংগ্রেস থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি। অথচ সেই কংগ্রেসের উপরই এখন তাঁর দলের কর্মীরা অত্যাচার চালাচ্ছে।” মানসবাবুর প্রশ্ন, “আলিমুদ্দিনে কী এখন পার্টি ক্লাসের বদলে কুরুচিকর মন্তব্য শেখানোর ক্লাস হয়?” সিপিএম নেতা রেজ্জাক মোল্লাকে ‘ডাকাতের সর্দার’ বলে উল্লেখ করেন তিনি। প্রদীপ ভট্টাচার্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ব্লকে ব্লকে দলীয় কর্মীদের কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে সামনে রেখে প্রচারের কর্মসূচি গ্রহণ করতে বলেন। সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। |
|
|
|
|
|