|
|
|
|
টিএমসিপি-র গোষ্ঠী সংঘর্ষে ১২ জন পড়ুয়া জখম গোঘাটে |
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ল টিএমসিপি-র দুই গোষ্ঠীর ছেলেরা। জখম ১২ জন পড়ুয়া। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোঘাটের বেঙ্গাই অঘোরকামিনী মহাবিদ্যালয়ে। আহতদের ৭ জনকে গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুই শিবিরেরই অভিযোগ, অন্য গোষ্ঠীর ছেলেরা বহিরাগতদের নিয়ে কলেজে ঢুকে মারধর করেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
কলেজ কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে মহকুমাশাসক অরিন্দম রায় নিজে ঘটনাস্থলে আসেন। পরে তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। কলেজ কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।” কলেজ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সেখানে মনোনয়নপত্র তোলার দিন। প্রার্থী দেওয়া নিয়ে টিএমসিপি-রই দু’টি গোষ্ঠীর মধ্যে চাপান-উতোর রয়েছে। বুধবার দুপুরে দু’পক্ষই কলেজে যায়। তাতেই উত্তেজনা ছড়ায়। একসময়ে মারামারি বেধে যায়।
সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি মানস মজুমদারের অভিযোগ, “জেলা নেতৃত্বের একাংশই গোষ্ঠীদ্বন্দ্বে ইন্ধন দিচ্ছে। অন্য গোষ্ঠীর ছেলেরা যাতে মনোনয়নপত্র তুলতে না পারে, তাই হামলা হল।” অন্য দিকে, সংগঠনের বর্তমান সভাপতি শুভজিৎ সাউয়ের বক্তব্য, “কয়েক দিন আগেই দলের জেলা সভাপতি তপন দাশগুপ্তের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, একটাই প্যানেল জমা দেওয়া হবে। সেই মতো বৃহস্পতিবার সকালেই প্যানেল চূড়ান্ত হওয়ার কথা। কিন্তু তার আগেই কারা বিশৃঙ্খলা করল, জানি না। বৃহস্পতিবার যাতে সুষ্ঠু ভাবে মনোনয়নপত্র তোলা যায়, সে ব্যাপারে সংগঠনগত ভাবে সচেষ্ট থাকব।”
দলের জেলা নেতৃত্বও ওই ঘটনায় বিব্রত। তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি দিলীপ যাদব অবশ্য বলেন, “ওই কলেজে একটা সমস্যা হয়েছিল। এর বেশি কিছু সংবাদমাধ্যমকে বলব না।” এ দিকে, তারকেশ্বরের চাঁপাডাঙা রবীন্দ্র মহাবিদ্যালয় এবং ভদ্রেশ্বরের কবি সুকান্ত মহাবিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। |
|
|
|
|
|