এ বছর খানাকুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতীদের পুরস্কৃত করল স্থানীয় রাধানগর পল্লি সমিতি। রবিবার সমিতির প্রাঙ্গণে তাদের বার্ষিক পুরস্কার বিতরণীর অঙ্গ হিসেবে ওই পুরস্কার দেওয়া হয়। উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের জন্য নন্দনপুর রূপচাঁদ অ্যাকাডেমির রহিত আঢ্য ‘রামমোহন স্মৃতি পুরস্কার’ পায়। মাধ্যমিকে ওই পুরস্কার দেওয়া হয় গোপালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্মরজিৎ মুখোপাধ্যায়কে। মাধ্যমিকে ছেলেদের মধ্যে ‘তারকনাথ গুপ্ত স্মৃতি পুরস্কার’ পায় গোপালনগর উচ্চ মাধ্যমিক স্কুলের সুমিত নন্দী এবং মেয়েদের মধ্যে খানাকুল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রীতি নন্দী। ‘তুলসীবালা স্মৃতি পুরস্কার’ দেওয়া হয় গোপালনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের অঙ্কিতা কুণ্ডুকে। দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ‘মেধা অন্বেষণ’ প্রতিযোগিতায় ২৭ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পরেশচন্দ্র দাস, হিমাংশু মুখোপাধ্যায়, বিশ্বনাথ মহাপাত্র প্রমুখ।
|
পিকনিকে কিশোরীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বছরের শুরুর দিনটিতেই গোলমাল ছড়ায় আরামবাগের কৃষি খামার-সংলগ্ন এলাকায়। জখম হয় কয়েক জন। ওই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের বুধবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। কিশোরীর তরফের দু’জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। অন্য দিকে পুলিশ জানিয়েছে, শ্লীলতাহানিতে অভিযুক্ত বাবু মাজি, গঙ্গা পাত্র এবং তাদের হয়ে মারামারিতে যুক্ত সন্দেহে ধৃত রবিন মাজিকে বুধবার ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন আরামবাগ মহকুমা আদালতের বিচারক।
|
ভূপতি মজুমদার স্মৃতি চ্যালেঞ্জ কাপের ফাইনালে, মঙ্গলবার, চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় চুঁচুড়া বাণীচক্র ক্লাব। বাণীচক্র ১-০ গোলে হারিয়ে দিয়েছে চন্দননগর বয়েজ স্পোটির্ঁংকে। ৮টি দল খেলায় যোগ দিয়েছিল। ফাইনালে হাজির ছিলেন ক্রীড়াবিদ সুব্রত ভট্টাচার্য, বিদেশ বসু, সাংসদ সুব্রত বক্সি-সহ অনেকে। সর্বোচ্চ গোলদাতা চন্দননগর বয়েজ ক্লাবের মহাদেব কিস্কু। ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হয়েছেন বাণীচক্রের কমল ঘোষ।
|
গণতান্ত্রিক সংস্কৃতি মঞ্চ কমিটির উদ্যোগে হাওড়ায় অনুষ্ঠিত হল দু’দিনব্যাপী ‘গ্রামীণ উৎসব’। গত ৩০-৩১ ডিসেম্বর বাগনানের জোকাপূবের মাঠে। এই উপলক্ষে নাটক, যাত্রাপালা, গানবাজনা, আবৃত্তি, বসে আঁকো-সহ নানা প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। পঞ্চম থেকে দশম শ্রেণির ৩০ জন মেধাবী দুঃস্থ ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ করা হয়। চাদর বিতরণ করা হয় ৫০০ জন দুঃস্থ ব্যাক্তিকে।
|
বুধবার সন্ধ্যায় শ্রীরামপুরের ভাগীরথী লেনে দুই দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে এক প্রোমোটারের অফিসের সামনে বোমা ছোড়ে। প্রোমোটারের ৩ কর্মী আহত হন। স্থানীয় নার্সিংহোমে তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|