|
|
|
|
জুয়া রুখতে গিয়ে পিটুনি, হাসপাতালে ২ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাড়ির সামনে জুয়ার বোর্ড চলায় প্রতিবাদ করেছিলেন এক যুবক। অভিযোগ, সেই ‘অপরাধে’ তাঁকে বেধড়ক মারধর করে জুয়াড়িরা। এতেই অবশ্য ক্ষান্ত হয়নি তারা। এলাকার যে সব বাসিন্দা ওই যুবককে বাঁচাতে এগিয়ে এসেছিলেন, ১০-১২ জন সশস্ত্র দুষ্কৃতীকে এনে তাঁদের কয়েক জনকে লোহার রড, বাঁশ ও হকিস্টিক দিয়ে প্রচণ্ড মারা হয়। ভাঙচুর চালানো হয় দু’টি বাড়িতেও।
বুধবার দুপুরে এই ঘটনা ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়ার কাছে হরচাঁদ মুখোপাধ্যায় লেনে। পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় এলাকার তিন বাসিন্দা আহত হন। তাঁদের নাম মহম্মদ কামরুদ্দিন, মহম্মদ ফকরুদ্দিন ও মহম্মদ রাজু। এঁদের মধ্যে ফকরুদ্দিন ও রাজুকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় বসেছে পুলিশ-পিকেট। |
|
থমথমে এলাকায় পুলিশি তদন্ত। বুধবার, হাওড়ায়।—নিজস্ব চিত্র |
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুরে নিজের বাড়ির সামনে জুয়া খেলার বোর্ড বসেছে দেখে প্রতিবাদ করেন কামরুদ্দিন। জুয়াড়িদের বাড়ির সামনে থেকে উঠে যেতে বললে তাঁর সঙ্গে তাদের বচসা হয়। অভিযোগ, এর পরে ওই যুবককে মারধর শুরু করে জুয়াড়িরা। এই ঘটনা দেখে পড়শিদের কয়েক জন কামরুদ্দিনকে বাঁচাতে এগিয়ে আসেন। জুয়া খেলার প্রতিবাদও করেন তাঁরা। এলাকার বাসিন্দাদের মধ্যে ফকরুদ্দিন ও রাজুও ছিলেন। প্রতিরোধের মুখে পড়ে তখনকার মত ফিরে যায় জুয়াড়িরা। কিন্তু কিছুক্ষণ পরেই স্থানীয় একটি ক্লাব থেকে দলবল নিয়ে ফিরে এসে ফকরুদ্দিন ও রাজুকে মারধর করে।
এলাকার বাসিন্দা শবনম বিবি বললেন, “ওরা পাড়ায় ঢুকেই সবাইকে মারধর করতে শুরু করে। এমনকী, মেয়েদের গায়েও হাত তোলে। এর পরে বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুঠপাট চালায়।” এলাকাবাসীদের অভিযোগ, এলাকার একটি ক্লাবে দিনরাত জুয়া খেলা চলে। ওই ক্লাবের ছেলেরাই কিছু দিন হল রাস্তায় বসে প্রকাশ্যে জুয়া খেলতে শুরু করেছিল। এই নিয়ে এলাকায় ক্ষোভও ছিল। এ দিন কামরুদ্দিন ও এলাকার অন্য বাসিন্দারা প্রতিবাদ করাতেই এই ঘটনা। হাওড়া সিটি পুলিশের ডিসি সদর নিশাত পারভেজ বলেন, “জুয়া খেলা নিয়েই দু’দলের গোলমালের জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।” |
|
|
|
|
|