বর্ধমান
টোলপ্লাজা বন্ধের অনুরোধ জেলা প্রশাসনের
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান:
সদরঘাটে বর্ধমান-আরামবাগ রাজ্য সড়কের টোলপ্লাজা বন্ধ করে দিতে পূর্ত দফতরকে অনুরোধ করল জেলা প্রশাসন। রবিবার বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা এ কথা জানিয়ে বলেন, “ওই টোল প্লাজায় কর্মরত পূর্ত দফতরের কর্মীদের অন্যত্র কাজ দিতেও বলা হয়েছে ওই দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে।” জেলাশাসকের দাবি, “প্রাথমিক ভাবে এর পরে ওই প্লাজা আর নতুন করে খুলবে না বলেই মনে হয়। পাশাপাশি ওই প্লাজার কর্মীদের বিরুদ্ধে যদি কোনও অভিযোগ মেলে, তাও খতিয়ে দেখতেও নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দফতরকে।”
পোলিও নিয়েছে পা, অশক্ত জীবনের পাদানি তবু সুদীপই
রানা সেনগুপ্ত, বর্ধমান:
মাত্র দেড় মাস বয়সে পোলিও কেড়ে নিয়েছিল ডান পা। কিন্তু দৌড় থামাতে পারেনি। তাঁর মতো যাঁরা শারীরিক ভাবে দুর্বল, শুধু তাঁদের জন্যই এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। খুঁজে-খুঁজে তৈরি করছেন প্রতিবন্ধী মানুষের তালিকা। এগিয়ে দিচ্ছেন সাহায্যের হাত। “রাজ্য জুড়ে কত জন প্রতিবন্ধী সংগ্রামের জীবন কাটাচ্ছেন, কত জনই বা ধুঁকতে-ধুঁকতে বেঁচে আছেন, তার নিদিষ্ট পরিসংখ্যান তৈরি হয়নি” বলছেন সুদীপ। রাজ্যের সমাজকল্যাণ দফতর যাঁকে ইতিমধ্যে ‘রোল মডেল’ হিসেবে চিহ্নিত করেছে।
কাটোয়ার খাজুরডিহি গ্রামের পালবাড়িতে অন্নপূর্ণা পুজো। —নিজস্ব চিত্র।
ছাত্রদের জন্য কাগজ
কলম রাখেন সত্যহরি
পূর্বস্থলীতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সদস্যেরা
আসানসোল-দুর্গাপুর
সরকারি সাহায্য মেলেনি, তবু মনের জোরেই লড়ছে জয়ন্ত
সুশান্ত বণিক, আসানসোল:
দু’টি পা-ই অকেজো। লাঠির ভরে কোনও মতে চলাফেরা করে। অনটনের সংসার। বাড়ি থেকে স্কুলের দূরত্বও অনেকটাই। বছর খানেক আগে তাই সরকারি সাহায্য চেয়েছিল বারাবনির প্রতিবন্ধী ছাত্র জয়ন্ত মোদক। আজও তা মেলেনি। কবে মিলবে তাও অজানা। বারবানি ব্লকের পুচড়া পঞ্চায়েতের মহাবীর দিগম্বর জৈন শরাক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে জয়ন্ত। স্কুল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে নতুনডিহি গ্রামে তার বাড়ি। হেঁটে স্কুলে পৌঁছতে তার সময় লেগে যায় প্রায় দু’ঘন্টা।
ঠিকাকর্মী নিয়োগ নিয়ে অশান্তি
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:
ঠিকাকর্মী নিয়োগকে কেন্দ্র করে আইএনটিইউসি এবং আইএনটিটিইউসি-র মধ্যে গোলমাল বাধল দুর্গাপুর স্টিল প্যান্টে (ডিএসপি)। রবিবার সকালে দু’পক্ষই নিজেদের দলের বেশি সংখ্যক লোক নিয়োগের দাবি জানিয়ে ডিএসপি-র সিইও পিকে সিংহের বাড়ির সামনে জড়ো হয়। এর পরেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিএসপি-তে ১৪ জন ঠিকাকর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাঁরা মালির কাজ করবেন।
টুকরো খবর
খেলার টুকরো খবর
শীতের কেনাকাটা। রানিগঞ্জ বাজারে ছবিটি তুলেছেন ওমপ্রকাশ সিংহ।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.